জার্মান ফুটবল
তবে আসছে লাইপজিগ ম্যাচে ইংলিশ তারকা শুরুর একাদশে খেলবেন কিনা, তা নিশ্চিত করেননি বায়ার্ন মিউনিখ কোচ।
Published : 19 Dec 2024, 06:03 PM
ঊরুর চোট কাটিয়ে উঠেছেন হ্যারি কেইন। তার মাঠে ফেরার জোর সম্ভাবনাও তৈরি হয়েছে। লাইপজিগের বিপক্ষে লিগ ম্যাচে বায়ার্ন মিউনিখ তারকার খেলার সম্ভাবনার কথা জানালেন দলটির কোচ ভিনসেন্ট কোম্পানি।
গত ৩০ নভেম্বর বুন্ডেসলিগায় বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে ১-১ ড্র ম্যাচের প্রথমার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন কেইন। পরদিন তার ঊরুর চোটের খবর জানায় বায়ার্ন। সেই থেকে মাঠের বাইরে আছেন জার্মানির শীর্ষ লিগের চলতি আসরে ১২ ম্যাচে ১৪ গোল করা স্ট্রাইকার।
চোট কাটিয়ে আগেই অনুশীলনে ফিরেছেন ইংলিশ তারকা। শুক্রবার ঘরের মাঠে লাইপজিগের বিপক্ষে লড়াইয়ে তাকে পাওয়ার আশা কথা বললেন কোম্পানি।
“সে(কেইন) শুরু থেকে খেলবে কি-না, এ বিষয়ে আমি কিছু বলব না। (ম্যাচের আগের) আজকের অনুশীলন সেশন খুব গুরুত্বপূর্ণ। সবকিছু ঠিকঠাক থাকলে, আগামীকাল অবশ্যই সে ম্যাচে অংশ নেবে।”
গত মৌসুমে বায়ার্নে যোগ দিয়ে বুন্ডেসলিগার অভিষেক আসরেই সর্বোচ্চ ৩৬ গোল করেন কেইন। তার মতো একজনের যে বিকল্প হয় না, আগেই বলেছেন কোম্পানি। একই কথা তিনি বললেন আবারও।
“আগেও আমরা বলেছি, কেইনের জায়গায় ঠিক তার মতো একজন পাওয়া সম্ভব নয়। বক্সে ঠিক কোন জায়গায় তার থাকা উচিত, এ বিষয়ে তার ধারণা অবিশ্বাস্য। বক্সে সে বিশ্বের সেরাদের একজন, এখানেই সে ব্যবধান গড়ে দেয়। তার মতো খেলোয়াড় খুব বেশি নেই, যারা মাঠে তাই করতে পারে।”
কেইন ছাড়াও সাম্প্রতিক সময়ে চোটের কারণে আরও কয়েকজনকে দলে পায়নি বায়ার্ন। বাইরে আছেন-জোয়াও পালিনিয়ো, আলফুঁস ডেভিস, সের্জে জিনাব্রি ও গোলরক্ষক মানুয়েল নয়ার।
গুরুত্বপূর্ণ ওইসব খেলোয়াড়দের ছাড়া গত শনিবার এবারের লিগে প্রথম হারের স্বাদ পায় বায়ার্ন, মাইন্সের মাঠে ২-১ গোলে।
ওই হারের পরও অবশ্য পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে বায়ার্ন। ১৪ রাউন্ড শেষে তাদের পয়েন্ট ৩৩। গতবারের চ্যাম্পিয়ন বায়ার্ন লেভারকুজেন ২৯ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।
আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের সমান ২৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে লাইপজিগ।