ইংলিশ ফুটবল
অ্যাঙ্কেলের সমস্যায় ভুগছেন লিভারপুলের রক্ষণভাগের গুরুত্বপূর্ণ সদস্য।
Published : 12 Mar 2025, 08:26 PM
চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়ার ম্যাচে আরেক বড় ধাক্কা খেয়েছে লিভারপুল। চোট পেয়েছেন ইংলিশ ক্লাবটির রক্ষণভাগের গুরুত্বপূর্ণ সদস্য ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। তাই লিগ কাপের ফাইনালে তার খেলা নিয়ে জেগেছে অনিশ্চয়তা।
পিএসজির বিপক্ষে শেষ ষোলোর প্রথম লেগে ১-০ গোলে জয়ী লিভারপুল মঙ্গলবার ফিরতি লেগে একই ব্যবধানে হেরে যায়। পরে টাইব্রেকারে চুরমার হয় তাদের কোয়ার্টার-ফাইনালে ওঠার স্বপ্ন। পেনাল্টি শুটআউটে তাদেরকে ৪-১ ব্যবধানে হারিয়ে শেষ আটে জায়গা করে নেয় ফরাসি ক্লাবটি।
অ্যানফিল্ডে ম্যাচটির ৭৩তম মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। ধারণা করা হচ্ছে, অ্যাঙ্কেলে চোট পেয়েছেন তিনি। তার বদলি হিসেবে জ্যারেল কোয়ানসাকে নামান কোচ আর্না স্লট।
তখনই ২৬ বছর বয়সী এই ইংলিশ খেলোয়াড়কে নিয়ে জাগে শঙ্কা। আগামী রোববার লিগ কাপে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে খেলতে পারবেন তো তিনি?
লিভারপুল কোচ স্লট অবশ্য খুব একটা সম্ভাবনা দেখছেন না। পিএসজি ম্যাচ শেষে বলেন, অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের চোট গুরুতরই মনে হচ্ছে তার।
“ট্রেন্ট (ম্যাচের মাঝে) মাঠ ছাড়তে বাধ্য হয়। এটা কখনোই ভালো ইঙ্গিত নয়। আর যারা মাঠের ঘটনাটা দেখেছেন, তাদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি এবং যেভাবে সে চোট পেয়েছে, তাতে অবস্থা খুব একটা ভালো মনে হচ্ছে না। তাই রোববারের ম্যাচে তাকে পাওয়া গেলে আমি অবাকই হব।”
পিএসজির বিপক্ষে ফিরতি লেগের যোগ করা সময়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন লিভারপুলের আরেক ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে। অবসাদের কারণে তার এমন হয়েছে বলে মনে করছেন স্লট।
অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের চোট ইংল্যান্ডের জন্যও বড় ধাক্কা। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী ২১ মার্চ আলবেনিয়ার বিপক্ষে খেলবে ইংলিশরা। তিন দিন পরে মুখোমুখি হবে লাটভিয়ার।