ইংলিশ প্রিমিয়ার লিগ
ইপ্সউইচ টাউনকে ৪-১ গোলে হারিয়েছে লিভারপুল। উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে ১-০ গোলে জিতেছে আর্সেনাল।
Published : 25 Jan 2025, 11:04 PM
জালের দেখা পেলেন কোডি হাকপো, মোহামেদ সালাহ ও দমিনিক সোবোসলাই। অবনমন অঞ্চলে থাকা ইপ্সউইচ টাউনকে অনায়াসে হারাল লিভারপুল। অন্য ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরল আর্সেনাল।
ঘরের মাঠে শনিবার ৪-১ গোলে জিতেছে লিভারপুল। জোড়া গোল করেছেন হাকপো, একটি করে সালাহ ও সোবোসলাই।
অন্য দিকে উলভারহ্যাম্পটনকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল। ১০ জনে পরিণত হওয়া দুই দলের লড়াইয়ে ব্যবধান গড়ে দিয়েছেন রিকার্দো কালাফিওরি।
অ্যানফিল্ডে আক্রমণাত্মক ফুটবলে শুরু থেকে ইপ্সউইচকে চেপে ধরা লিভারপুল এগিয়ে যায় একাদশ মিনিটে।
ইব্রাহিমা কোনাতের রক্ষণচেরা পাস পেয়ে এগিয়ে আসা ডিফেন্ডারকে এড়িয়ে কিছুটা এগিয়ে যান সোবোসলাই। কেউ বাধা দেওয়ার আগেই ডি বক্সের বাইরে থেকে জোরাল শটে তিনি খুঁজে নেন জাল।
৩৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। ডাচ ফরোয়ার্ড হাকপোর ক্রসে লাফিয়েও বলের নাগাল পাননি সোবোসলাই। দূরের পোস্টে বল পেয়ে যান অরক্ষিত সালাহ। গতিময় শটে ইপ্সউইচ গোলরক্ষক ক্রিস্টিয়ান ওয়াল্টনকে পরাস্ত করেন তিনি।
অ্যানফিল্ডে মিশরের অভিজ্ঞ স্ট্রাইকারের এটি শততম গোল। প্রিমিয়ার লিগের চলতি আসরে তার গোল হল ১৯টি।
৪৪তম মিনিটে স্কোর লাইন ৩-০ করে ফেলেন হাকপো। রায়ান খাফেনবেখের ক্রসে সোবোসলাইয়ের শট ঝাঁপিয়ে কোনোমতে ঠেকান ওয়াল্টন। খুব কাছ থেকে ফিরতি বল জালে পাঠান হাকপো।
বিরতির পরও একইরকম আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে লিভারপুল। ৬৬তম মিনিটে ব্যবধান আরও বাড়ায় তারা। ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের চমৎকার ক্রসে দারুণ হেডে ঠিকানা খুঁজে নেন হাকপো।
৯০তম মিনিটে ব্যবধান কমান জ্যাকস গ্রেভস। কর্নার থেকে হুলিও এনসিসোর ক্রসে জোরাল হেডে জাল খুজে নেন ইংলিশ ডিফেন্ডার।
২২ ম্যাচে ১৬ জয় ও ৫ ড্রয়ে শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট হল ৫৩।
টানা তৃতীয় হারে অবনমনের শঙ্কা আরেকটু বাড়ল ইপ্সউইচের। ২৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে আছে তারা।
প্রতিপক্ষের মাঠে ৪৩তম মিনিটে মাইলস লুইস-স্কেলির লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হয় আর্সেনাল।
এক জন বেশি থাকার সুবিধা কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। জোয়াও গোমেজের দ্বিতীয় হলুদ কার্ডে তারাও ৭০তম মিনিটে পরিণত হয় ১০ জনের দলে।
এর চার মিনিট পর আর্সেনালকে এগিয়ে নেন কালাফিওরি। বাঁদিক থেকে বাঁ পায়ের গতিময় শটে বল জালে পাঠান ইতালিয়ান ডিফেন্ডার। কঠিন লড়াইয়ে জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে মিকেল আর্তেতার দল।
২৩ ম্যাচে ১৩ জয় ও ৮ ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে আর্সেনাল। সমান ম্যাচে উলভারহ্যাম্পটনের পয়েন্ট ১৬। গোল পার্থক্যে ইপ্সউইচকে পেছনে ফেলে ১৭ নম্বরে আছে তারা।