১৭২ নম্বরের কাছে হেরে দুই নম্বর মেদভেদেভের বিদায়

অঘটনের শিকার হয়ে ফরাসি ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন রাশিয়ান তারকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2023, 05:08 PM
Updated : 30 May 2023, 05:08 PM

প্রথম সেট হারের পর টানা দুই সেট জিতে দারুণভাবে ঘুরে দাঁড়ালেন দানিল মেদভেদেভ। কিন্তু শেষ পর্যন্ত তিনি পেরে উঠলেন না কোয়ালিফায়ার পেরিয়ে আসা চিয়াগো সেইবোচ উইল্দের সামনে। চমক জাগিয়ে র‍্যাঙ্কিংয়ের দুই নম্বর তারকাকে হারিয়ে ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠলেন ১৭২ নম্বরে থাকা ব্রাজিলিয়ান তরুণ।  

রোলাঁ গাঁরোয় মঙ্গলবার ৪ ঘন্টা ১৫ মিনিটের লড়াইয়ে মেদভেদেভকে ৭-৬ (৭-৫), ৬-৭ (৬-৮), ২-৬, ৬-৩, ৬-৪ গেমে হারান ২৩ বছর বয়সী উইল্দ।

দারুণ ফর্মে থেকে ক্লে কোর্টের এই গ্র্যান্ড স্ল্যামে পা রেখেছিলেন ২৭ বছর বয়সী মেদভেদেভ। টুর্নামেন্টের আগে জিতেছিলেন রোম ওপেনের শিরোপা। র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার হাতছানিও ছিল তার সামনে। কিন্তু নিজের সেরাটা মেলে ধরতে পারলেন না ২০২১ সালের ইউএস ওপেন জয়ী তারকা।

অন্যদিকে উইল্দ এই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যামের দ্বিতীয় রাউন্ডে উঠলেন। দারুণ এই সাফল্যের আনন্দে ভাসছেন তিনি।

“আমি জুনিয়র পর্যায়ে থাকার সময় থেকে দানিলের খেলা দেখেছি। এই কোর্টে তাকে হারিয়ে স্বপ্ন সত্যি হয়েছে।”