বিশ্বকাপ বাছাই
ম্যাচের আগে আর্জেন্টিনাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন রাফিনিয়া, কিন্তু মাঠে বিনোদনদায়ী ও আগ্রাসী ফুটবলে ব্রাজিলকে স্রেফ গুঁড়িয়ে, উড়িয়ে, নাস্তানাবুদ করে ছাড়ল বিশ্ব চ্যাম্পিয়নরা।
Published : 26 Mar 2025, 10:10 AM
মাঠে নামার আগেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত হয়ে যাওয়ার সুখবর পেয়েছিল আর্জেন্টিনা। সেই আনন্দই তারা উদযাপন করল কয়েক ঘণ্টা পর। বিনোদনদায়ী ও আগ্রাসী ফুটবলের উৎসবে মেতে উঠে তারা স্রেফ দর্শক বানিয়ে রাখল ব্রাজিলকে। চিরপ্রতিদ্বন্দ্বী দলকে স্রেফ গুঁড়িয়ে, উড়িয়ে, নাস্তানাবুদ করে ছাড়ল তারা। ম্যাচের পর আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেস বললেন, এমন প্রদর্শনীই মেলে ধরতে চেয়েছিলেন তারা।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচে ব্রাজিলকে ৪-১ গোলে হারায় আর্জেন্টিনা।
বাংলাদেশ সময় বুধবার সকালে শেষ হওয়া ম্যাচের চতুর্থ মিনিটেই বিশ্ব চ্যাম্পিয়নদের এগিয়ে নেয় আলভারেসের গোল। দ্বাদশ মিনিটে গোল করেন এন্সো ফের্নান্দেস।
২৬তম মিনিটে অবশ্য ব্রাজিলের মাথেউস কুইয়া একটি গোল ফিরিয়ে দেন। তবে প্রথমার্ধেই আবার ব্যবধান বাড়ান আলেক্সিস মাক আলিস্তের। দ্বিতীয়ার্ধে জুলিয়ানো সিমেওনের গোলে আরও বাড়ে ব্যবধান।
অনুপ্রেরণাদায়ী অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়া ম্যাচটি খেলেছে আর্জেন্টিনা। ছিলেন না লাউতারো মার্তিনেস, পাউলো দিবালার মতো তারকারাও। তবে মাঠে তারা ঠিকই উজ্জীবিত ছিল। কোচ লিওনেল স্কালোনির কৌশলকে মাঠে দারুণভাবে মেলে ধরে তারা মাঝমাঠের লাগাম নিয়ে নেয় শুরু থেকেই। ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র ও ফুটবলাররা কোনো জবাবই খুঁজে পাননি। ক্লাবের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা তারকারা স্রেফ নিজেদের ছায়া হয়ে ছিলেন।
বার্সেলোনার হয়ে অসাধারণ এক মৌসুম কাটাতে থাকা রাফিনিয়া ম্যাচের আগে বেশ হুঙ্কার ছুড়েছিলেন আর্জেন্টিনাকে দেখে নেওয়ার সুর তুলে।
ম্যাচের পর আলভারেসের কণ্ঠে ছিল জবাব দেওয়ার তৃপ্তি। বিশ্বকাপে জায়গা করে নেওয়ার উচ্ছ্বাসও মিশে ছিল তার কথায়।
“আমরা মাটিতে পা রেখেই নিজেদের কাজটা করেছি এবং দারুণ একটি ম্যাচ খেললাম। ওদেরকে দারুণ প্রদর্শনী দেখিয়ে দিলাম।”
“৪-১ ব্যবধানের জয়, এটা ঐতিহাসিক একটা ফল। আমরা এতে দারুণ গর্বিত। সমর্থকদের জন্য আমি খুবই খুশি, ভালো লাগছে দলকে সহায়তা করতে পেরে এবং দেশের মাঠে দল হিসেবে এতটা ভালো খেলতে পেরে। বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ফেলেছি, এটা জানতে পেরে দারুণ লেগেছে।”
এই ম্যাচ শুরুর আগেই উরুগুয়ে ও বলিভিয়ার ম্যাচ ড্র হওয়ায় আর্জেন্টিনার বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে যায়। ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট তাদের। দুইয়ে থাকা একুয়েডরের পয়েন্ট ২৩। সমান ২১ পয়েন্ট উরুগুয়ে, ব্রাজিল ও প্যারাগুয়ের।
'মেনে নিতেই হবে, আর্জেন্টিনা আমাদের উড়িয়ে দিয়েছে'
আর্জেন্টিনার এই জয় বাংলাদেশেরও, বললেন ফের্নান্দেস
আর্জেন্টিনার কাছে চার গোল খেয়ে ক্ষমা চাইলেন ব্রাজিল অধিনায়ক