‘জয় আর্জেন্টিনারই প্রাপ্য ছিল’ মন্তব্য করে ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র বললেন, ঘুরে দাঁড়ানোর পথ খুঁজে নেবে তার দল।
Published : 26 Mar 2025, 12:32 PM
মাঠের ফুটবলে যা হয়েছে, দরিভাল জুনিয়রের কণ্ঠেও সেটির প্রতিফলন। ব্রাজিলের কোচ অকপটেই বললেন, আর্জেন্টিনার বিপক্ষে প্রথম মিনিট থেকেই লড়াইয়ে ছিলেন না তারা। তবে আশার কথাও শোনালেন তিনি। কোচের বিশ্বাস, ঘুরে দাঁড়ানোর পথ ঠিকই বের করে নেবে তার দল।
দক্ষিণ আমেরিকার চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের লড়াই ঘিরে উত্তেজনা ছিল বেশ। ম্যাচের আগে রাফিনিয়াসহ ব্রাজিলের কয়েকজন ফুটবলারের নানারকম মন্তব্য যেন আগুনে ঘি ঢেলে দেয় আরও। কিন্তু ব্রাজিলিয়ানদের কণ্ঠের তেজ খুঁজে পাওয়া যায়নি মাঠের ফুটবলে। লড়াইয়েও দেখা যায়নি কোনো ঝাঁজ। বরং দাপুটে ফুটবল খেলে লড়াইকে স্রেফ একতরফা বানিয়ে ৪-১ গোলে ম্যাচ জিতে নেয় আর্জেন্টিনা।
ম্যাচের একদম শুরু থেকে মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে ব্রাজিলকে কোণঠাসা করে ফেলে বিশ্ব চ্যাম্পিয়নরা। চতুর্থ মিনিটে প্রথম গোলও পেয়ে যায় তারা। দাপট ধরে রেখেই প্রথমার্ধে ব্রাজিলের জালে বল পাঠায় তারা তিনবার। দ্বিতীয়ার্ধে গোল স্রেফ একটি হলেও দাপটের কমতি ছিল না তাদের।
ব্রাজিলকে মনে হয়েছে ছন্নছাড়া, দিশাহারা একটি দল। মাঠে তারা কী করতে চেয়েছেন, সেটিই বুঝে ওঠা যায়নি ম্যাচজুড়ে। গোটা ম্যাচে গোলে ৩টি মাত্র শট নিতে পেরেছে তারা, এর একটি স্রেফ ছিল লক্ষ্যে।
ম্যাচের পর সেই আত্মসমর্পণের ছোঁয়া কোচের কণ্ঠেও।
“আজকে প্রথম মিনিট থেকেই আমাদের পরিকল্পনা কাজে লাগেনি। যা হয়েছে, তা মেনে নিতে হবে আমাদের, যেভাবে তারা আমাদের উড়িয়ে দিয়েছে এবং জয় তাদেরই প্রাপ্য ছিল।”
বাছাইয়ের ১৪ ম্যাচ শেষে ২১ পয়েন্ট নিয়ে এখন চার নম্বরে আছে ব্রাজিল। এই অঞ্চল থেকে এবার সরাসরি বিশ্বকাপে খেলবে ৬টি দল। আরও একটি দলের সুযোগ থাকবে প্লে-অফ খেলে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার। ব্রাজিলের শঙ্কা তাই খুব একটা নেই। তবে দলের যা পারফরম্যান্স, তাতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ক্রমেই পরিণত হচ্ছে ঐতিহ্যের কঙ্কালে।
দরিভাল অবশ্য আশাবাদী, তার দল আলোর দেখা পাবে।
“এটা উল্লেখযোগ্য একটি পরাজয় এবং আমরা খুবই জটিল ও কঠিন একটি প্রক্রিয়ার ভেতর আছি। তবে কোনো সংশয় নেই যে, আমরা পথ বের করে নেব (ঘুরে দাঁড়ানোর)।
আর্জেন্টিনার এই জয় বাংলাদেশেরও, বললেন ফের্নান্দেস
আর্জেন্টিনার কাছে চার গোল খেয়ে ক্ষমা চাইলেন ব্রাজিল অধিনায়ক