দুই গ্র্যান্ড মাস্টারের বিপক্ষে ড্রয়ের আত্মবিশ্বাস নিয়ে তৃতীয় রাউন্ডে কাজাখস্তানের মহিলা ইন্টারন্যাশনাল মাস্টারের মুখোমুখি হবেন বাংলাদেশের এই দাবাড়ু।
Published : 06 May 2024, 05:19 PM
দুবাই পুলিশ গ্লোবাল চেস চ্যালেঞ্জ-মাস্টার্সে একের পর এক চমক উপহার দিচ্ছেন মোহাম্মদ ফাহাদ রহমান। চীনের গ্র্যান্ডমাস্টারের বিপক্ষে ড্র দিয়ে আসর শুরুর পর দ্বিতীয় রাউন্ডে যুক্তরাষ্ট্রের গ্র্যান্ডমাস্টারকে রুখে দিয়েছেন তিনি।
প্রথম রাউন্ডে ২৭২৮ রেটিংধারী চীনা গ্র্যান্ডমাস্টার ইয়াংই উয়ের বিপক্ষে ড্র করেন ফাহাদ। সোমবার দ্বিতীয় রাউন্ড তিনি ড্র করেন যুক্তরাষ্ট্রের গ্র্যান্ডমাস্টার হান্স নিমানের বিপক্ষে।
টানা দুই রাউন্ডে দুই গ্র্যান্ডমাস্টারকে রুখে দেওয়ার আত্মবিশ্বাস নিয়ে ফাহাদ তৃতীয় রাউন্ডে লড়বেন কাজাখস্তানের মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার নুরমান আলুয়ার বিপক্ষে।
গত মার্চে অপরাজিত থেকে হ্যানয়ের ‘গ্র্যান্ডমাস্টার-৩ চেজ টুর্নামেন্ট’ শেষ করে গ্র্যান্ডমাস্টার হওয়ার প্রথম নর্ম অর্জন করেন ফাহাদ। ২৪৩১ রেটিংধারী এই দাবাড়ু দুবাইয়ে খেলছেন দ্বিতীয় নর্ম অর্জনের জন্য।