আন্তর্জাতিক ফুটবল
৪৮ বছর বয়সী আলিয়ু সিসেকে কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
Published : 02 Oct 2024, 10:26 PM
সেনেগালের কোচ হিসেবে আলিয়ু সিসের চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। দলটির ডাগআউটে সাবেক এই মিডফিল্ডারের প্রায় এক দশকের অধ্যায়ের সমাপ্তি ঘটেছে।
চাম্পিয়নের বেশে গিয়ে ২০২৩ আফ্রিকান নেশন্স কাপের শেষ ষোলোয় স্বাগতিক কোত দি ভোয়ার বিপক্ষে টাইব্রেকারে হেরে যায় সেনেগাল। তখন থেকে চাপ বাড়ছিল কোচ সিসের ওপর।
তারপর থেকে অবশ্য টানা ছয় ম্যাচে অপরাজিত আছে সেনেগাল। তবে ঘরের মাঠে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো ও বুরকিনা ফাসোর বিপক্ষে ড্র এবং দলের খেলার ধরন নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার মুখে পড়েন সিসে।
৪৮ বছর বয়সী সিসের আগের চুক্তির মেয়াদ শেষ হয় গত অগাস্টে। তারপরও গত মাসে দুই ম্যাচে দায়িত্ব পালন করেন তিনি। সেনেগাল ফুটবল ফেডারেশন (এফএসএফ) তার চুক্তি নবায়ন করতে চেয়েছিল। তবে কোচের পদে পরিবর্তন প্রয়োজন বলে মনে করছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়, যারা জাতীয় দলের বেতনের অর্থ জোগায়।
দায়িত্ব থেকে সিসেকে অব্যাহতি দেওয়ার কথা বুধবার বিবৃতি দিয়ে জানিয়েছে এফএসএফ।
২০০২ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে খেলা সেনেগাল দলের অধিনায়ক সিসে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে সল্প সময়ে জাতীয় দলের দায়িত্ব পালন করেন ২০১২ সালে। তিন বছর পর পূর্ণ মেয়াদে কোচ হিসেবে নিয়োগ পান তিনি।
তার কোচিংয়ে বাছাইপর্ব পেরিয়ে গত দুটি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয় সেনেগাল। ২০১৯ সালে আফ্রিকান নেশন্স কাপের ফাইনালে তারা হেরে যায় আলজেরিয়ার বিপক্ষে। সেই হতাশা পেছনে ফেলে দুই বছর পরের আসরের ফাইনালে মিশরকে হারিয়ে প্রথমবারের মতো এই টুর্নামেন্টে শিরোপা জয়ের স্বাদ পায় সেনেগাল।