চ্যাম্পিয়ন্স লিগ
আর্সেনালের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে বিধ্বস্ত হয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নিয়েছে শিরোপাধারীরা।
Published : 17 Apr 2025, 08:22 PM
তিন গোলের ঘাটতি পুষিয়ে ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছিলেন জুড বেলিংহ্যাম। কিন্তু বিবর্ণ পারফরম্যান্সে ন্যূনতম সম্ভাবনাও জাগাতে পারেননি তারা। আর্সেনালের বিপক্ষে বিধ্বস্ত হয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন বেলিংহ্যাম। মৌসুমের বাকি অংশে সবাইকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দিলেন রেয়াল মাদ্রিদ মিডফিল্ডার।
প্রথম লেগে আর্সেনালের মাঠে ৩-০ গোলে হারায় সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার ফিরতি লড়াইয়ে অবিশ্বাস্য কিছু করতে হতো রেয়ালকে। চেনা এই আঙিনায় আগে বেশ কয়েকবার প্রত্যাবর্তনের আখ্যান রচনা করলেও এবার পারেনি তারা। উল্টো এবারও তারা হেরে যায়, ২-১ গোলে। দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের অগ্রগামিতায় ২০০৯ সালের পর চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে পৌঁছে যায় আর্সেনাল।
ইউরোপ সেরার প্রতিযোগিতাটির বর্তমান ও রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রেয়াল। আগের ১০ আসরের ছয়টিতেই জিতেছে শিরোপা। এখানে শিরোপা ছাড়া অন্য যে কোনো ফলই তাদের জন্য ধরে নেওয়া হয় ব্যর্থতা। স্বাভাবিকভাবে প্রবল সমালোচনার মুখে পড়েছে তারা। বিশেষ করে চাপে আছেন কোচ কার্লো আনচেলত্তি।
শেষ আট থেকে বিদায় নেওয়ার পর বৃহস্পতিবার সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে নিজেদের ব্যর্থতা মেনে নিলেন ২১ বছর বয়সী বেলিংহ্যাম।
“(দুই লেগের) কোনো ম্যাচেই এই ক্লাবের প্রত্যাশা পূরণ করতে পারেনি আমরা। ক্ষমা করুন মাদ্রিদিস্তারা (রেয়ালের সমর্থকগোষ্ঠী)। আমরা বুঝতে পারছি, এই রাতগুলো ও এই প্রতিযোগিতাটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এই মৌসুমে এখনও (শিরোপা জয়ের) সুযোগ আছে, ঐক্যবদ্ধ থাকার মাধ্যমেই তা সম্ভব। রেয়াল মাদ্রিদ ঘুরে দাঁড়াবে!”
বেলিংহ্যামের সঙ্গে সুর মিলিয়েছেন আরেক মিডফিল্ডার দানি সেবাইয়োসও। সামাজিক মাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, “ক্ষমা করুন, তবে ম্যাচের শেষ বাঁশি পর্যন্ত সপ্তাহজুড়ে সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ। বাকি মৌসুমে আপনাদের প্রত্যাশা পূরণের জন্য শতভাগ চেষ্টা করব আমরা। রেয়াল মাদ্রিদ সবসময় ঘুরে দাঁড়ায়।”
মৌসুমে এখনও তিনটি শিরোপার আশা বেঁচে আছে রেয়ালের। লা লিগায় পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে চার পয়েন্টে পিছিয়ে আছে তারা। কোপা দেল রের ফাইনালে স্পেনের চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলই লড়বে আগামী ২৬ এপ্রিল।
এরপর নতুন আঙ্গিকে বড় পরিসরের ক্লাব বিশ্বকাপ হবে আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে।