দাবা
গ্র্যান্ডমাস্টার নর্ম পাওয়ার সুযোগ থাকলেও শেষ রাউন্ডের ড্রয়ে তা আর পাওয়া হয়নি দেশের সর্বকনিষ্ঠ ইন্টারন্যাশনাল মাস্টার হওয়া মননের।
Published : 05 Oct 2024, 10:52 PM
অষ্টম রাউন্ডের জয়ে দেশের সর্বকনিষ্ঠ ইন্টারন্যাশনাল মাস্টার হওয়ার কীর্তি গড়েন মনন রেজা নীড়। শেষ রাউন্ডে জিতলে একটি গ্র্যান্ডমাস্টার নর্ম পাওয়ার সুযোগও ছিল এই কিশোরের সামনে, কিন্তু ড্র করায় তা আর পাননি। তবে হাঙ্গেরির এই আসরে চ্যাম্পিয়ন হওয়ার তৃপ্তি ঠিকই সঙ্গী হয়েছে মননের।
হাঙ্গেরির বুদাপেস্টে আরেক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের মোহাম্মদ ফাহাদ রহমান। শেষ রাউন্ডের ড্রয়ে গ্র্যান্ডমাস্টারের নর্ম পাওয়ার সুযোগ হাতছাড়া হয়েছে তারও।
সিক্স ডে বুদাপেস্ট টু ইয়ার্স ২০২৪ এর গ্র্যান্ড মাস্টার্স দাবা সি-এ ইভেন্টে ইন্টারন্যাশনাল মাস্টার ফাহাদ ও গ্র্যান্ড মাস্টার্স দাবা ইভেন্টে মনন অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।
দুজনেই ৯ ম্যাচে সাড়ে ৬ পয়েন্ট করে অর্জন করে শিরোপা জয় করলেও উভয়েই আধা পয়েন্টের (০.৫) জন্য গ্র্যান্ডমাস্টারের নর্ম অর্জনে ব্যর্থ হন।
নবম বা শেষ রাউন্ডে ফাহাদ চিনের ফিদে মাস্টার চেন ইয়েন নিংয়ের সাথে ও মনন স্বাগতিক হাঙ্গেরির ফিদে মাস্টার পাস্তর বালাসের সাথে ড্র করেন।