Published : 30 Mar 2025, 12:28 PM
স্কোয়াডে নাম দেখে লিওনেল মেসিকে মাঠে দেখার অপেক্ষায় ছিলেন দর্শকেরা। কিন্তু শুরুর একাদশে তাকে দেখা গেল না। প্রথমার্ধ পেরিয়ে আরও কিছুটা সময় চলল সেই অপেক্ষা। অবশেষে ৫৫তম মিনিটে টাচলাইনের পাশে দেখা গেল তাকে। মাঠে নামলেন বদলি হিসেবে। ম্যাচের পর কোচ হাভিয়ের মাসচেরানো জানালেন, সাম্প্রতিক সময়ে বেশ কয়েক দফায় চোটাক্রান্ত হওয়া তারকাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাননি তিনি।
গত ১৬ মার্চ ইন্টার মায়ামির হয়ে খেলার পর চোটের কারণে মাঠের বাইরে ছিলেন মেসি। আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার দুটি ম্যাচে খেলতে পারেননি বিশ্বকাপজয়ী অধিনায়ক। মায়ামির ম্যাচ দিয়েই আবার তিনি ফিরলেন মাঠে।
বাংলাদেশ সময় রোববার সকালে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচের আগে মেসির অনুশীলনে ফেরার খবর জানিয়েছিলেন মাসচেরানো। ম্যাচের স্কোয়াডেও তাকে রাখা হয়। তবে শুরুর একাদশে ঠাঁই হয়নি তার।
তাকে ছাড়াই প্রথমার্ধে রবার্ট টেইলরের গোলে এগিয়ে যায় মায়ামি। ৫৫তম মিনিটে মেসিকে নামানো হয় মাঠে। মিনিট দুয়েকের মধ্যে তার পা থেকে আসে গোল। শেষ পর্যন্ত ২-১ গোলে জিতে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে যায় মায়ামি।
ম্যাচের পর কোচ মাসচেরানো জানালেন মেসিকে শুরুর একাদশে না রাখার কারণ।
“আমাদের চাওয়া ছিল লিওকে কিছু সময় খেলানো। পরিকল্পনা ছিল, ৩০-৩৫ মিনিটের জন্য ওকে মাঠে নামানো। যোগ করা সময়সহ আরেকটু বাড়তি সময় তাকে খেলতে হয়েছে। তবে সে ভালো অনুভব করছে।”
“শুরুর একাদশে রেখে তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইনি। কারণ, এটা করলে ঝুঁকির সুযোগ ছিল। সৌভাগ্যক্রমে সে ভালোভাবে শেষ করেছে। আমরা তাতে দারুণ খুশি।”
মায়ামির পরের ম্যাচ আগামী বুধবার। কনক্যাকাফ চ্যাম্পিয়নশিপ সিরিজের কোয়ার্টার-ফাইনালে তারা লড়বে লস অ্যাঞ্জেলস এফসির মাঠে। এই সফরে মেসি সঙ্গী হবেন বলে জানালেন মাসচেরানো। তবে শুরুর একাদশ নিয়ে নিশ্চিত করে বলেননি কোচ।
“তাকে নিয়ে পরিকল্পনা হলো, তরতাজা করে তোলা এবং লস অ্যাঞ্জেলসে নিয়ে যাওয়া। আজকে যে সময়টুকু সে খেলেছে, ভালো অনুভব করেছে বলেই খেলেছে। তাকে নিয়ে ঝুঁকি নেইনি আমরা।”
“৯০ মিনিট খেলার জন্য পুরোপুরি তৈরি ছিল না সে। যোগ করা সময়সহ ৪৫ মিনিট খেলেছে এবং অস্বাভাবিক কিছু হয়নি। তাই সামনে ম্যাচে তাকে নিয়ে যাওয়ার ভাবনাই আছে আমাদের।”