স্প্যানিশ ফুটবল
সরাসরি লাল কার্ডের জন্য দুই ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়া ভিনিসিউস জুনিয়রের পাশে দাঁড়ালেন রেয়াল মাদ্রিদ কোচ।
Published : 09 Jan 2025, 09:42 AM
কাজ হয়নি রেয়াল মাদ্রিদের আপিলে। ভালেন্সিয়ার বিপক্ষে সরাসরি লাল কার্ড দেখা ভিনিসিউস জুনিয়র এড়াতে পারেননি নিষেধাজ্ঞার শাস্তি। দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ইউরোপের সফলতম দলটির কোচ কার্লো আনচেলত্তি মনে করছেন, এই শাস্তি দেওয়া ঠিক হয়নি।
লা লিগার ম্যাচে গত শুক্রবার ভালেন্সিয়ার গোলরক্ষক স্তোলে দিমিত্রিয়েভস্কিকে আঘাত করেন ভিনিসিউস। ভিএআর মনিটরে কয়েকবার রিপ্লে দেখে ৭৯তম মিনিটে তাকে লাল কার্ড দেখান রেফারি। সে সময় ১-০ গোলে পিছিয়ে থাকা স্প্যানিশ চ্যাম্পিয়নরা পরে ম্যাচ জেতে ২-১ গোলে।
ওই কাণ্ডে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি ভিনিসিউসকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করে। গোলরক্ষককে আঘাতের ঘটনা আগ্রাসী মনে না হওয়ায় আরও বড় শাস্তির হাত থেকে বেঁচে যান এবারের ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয়ী।
এই শাস্তি কার্যকর হবে কেবল লা লিগার ম্যাচে। তাই আগামী বৃহস্পতিবার মায়োর্কার বিপক্ষে স্প্যানিশ সুপার কাপে ভিনিসিউসের খেলতে বাধা নেই। সেই ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মলেন রেয়াল কোচ আনচেলত্তি বললেন, মাঠে তরুণ ফরোয়ার্ডের আচরণে তারা খুশি।
“যখন মানুষ বলে যে ভিনিসিউস (প্রতিপক্ষকে) উস্কানি দেয়, তখন সে যে অপমান সয় সেটা থেকে তারা আসলে মনোযোগ সরিয়ে নেয়। আমরা সবাই শুনেছি, মাঠে কী হয়েছে। ভিনিসিউসের জন্য এটা কঠিন। এই নিষেধাজ্ঞা সঠিক নয়… আমরা প্রতিটি ক্ষেত্রেই ভিনিসিউসকে পেয়ে উচ্ছ্বসিত।”
গত মৌসুমে রেয়ালের লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ এবং স্প্যানিশ সুপার কাপ জয়ে সবচেয়ে বড় অবদান রেখে ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতেন ভিনিসিউস। এর আগে ব্যালন দ’রে হন দ্বিতীয়।
মাঠে অনেক সময়ই প্রতিপক্ষের সঙ্গে লেগে যায় ভিনিসিউসের। ক্লাব ক্যারিয়ারে কেবল দুইবার লাল কার্ড দেখেছেন তিনি, দুটোই ভালেন্সিয়ার বিপক্ষে। প্রথমবার ২০২৩ সালের মে মাসে, সেবার দর্শকদের একটা অংশ থেকে বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছিলেন তিনি।