স্পোর্তিং লিসবনের হয়ে কাজ করতেন আউরেলিয়ো পেরেরা।
Published : 08 Apr 2025, 10:27 PM
পর্তুগালের ইতিহাসের সেরা কয়েকটি ফুটবল রত্ম খুঁজে বের করা আউরেলিয়ো পেরেরা মঙ্গলবার মারা গেছেন। স্পোর্তিং লিসবনের হয়ে কাজ করার সময় ক্রিস্তিয়ানো রোনালদো, লুইস ফিগোর মতো প্রতিভাবানদের ক্লাবের নজরে এনেছিলেন তিনি।
১৯৮৮ সালে স্পোর্তিংয়ে রিক্রুটমেন্ট ও ট্রেনিং বিভাগ খুলেন পেরেরা। পর্তুগালের সেরা কয়েকজন খেলোয়াড়ের উন্নতিতে বড় ভূমিকা রাখেন তিনি। তার মৃত্যুতে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করে শ্রদ্ধাঞ্জলি জানান ফুটবলের মহাতারকা রোনালদো।
“আমার জন্য এবং আরও অনেক খেলোয়াড়ের জন্য তিনি যা করেছেন এর জন্য আমি আজীবন তার প্রতি কৃতজ্ঞ থাকব। শান্তিতে ঘুমান।”
২০১৬ ইউরো জয়ী পর্তুগাল দলের ১০ জন খেলোয়াড় উঠে এসেছিলেন পেরেরার হাত ধরে। তার মৃত্যুতে শোক জানিয়েছে পর্তুগাল ফুটবল ফেডারেশন।
“আউরেলিয়ো পেরেরার মৃত্যু পর্তুগিজ ফুটবলের জন্য অপূরণীয় ক্ষতি। আমাদের ইতিহাসের সেরা কয়েকজন খেলোয়াড়কে যিনি খুঁজে বের করেছেন, তিনি ইতিহাসের পাশাপাশি গড়েছেন বিশাল এক লেগ্যাসি। তিনি চমৎকার আচরণের একজন দয়ালু ব্যক্তি, যিনি সব সময়ই আমাদের প্রতিভাদের রক্ষা করেছেন।”
২০১২ সালে স্পোর্তিং তাদের একাডেমির মূল মাঠের নাম পেরেরার নামে রাখে। তিনি এই দলটির হয়েই খেলোয়াড়ি জীবন শুরু করেন। পরে বেনফিকায় যোগ দেন, দলটির কোচও ছিলেন তিনি।