স্প্যানিশ ফুটবল
Published : 29 Apr 2025, 06:33 PM
কোপা দেল রের ফাইনালে অখেলোয়াড়সুলভ আচরণের দায়ে এমনিতেই বড় ধরনের নিষেধাজ্ঞার শঙ্কায় আছেন আন্টোনিও রুডিগার। তাতে চলতি মৌসুমের বাকি অংশে তার খেলার সম্ভাবনা ছিল না বললেও চলে। এবার সেটা নিশ্চিতই হয়ে গেল। জার্মান এই ডিফেন্ডারের হাঁটুর অনেক দিনের সমস্যা সারিয়ে তুলতে অস্ত্রোপচার করানো হয়েছে।
রেয়াল মাদ্রিদের মঙ্গলবার দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, রুডিগারের বাঁ পায়ে অস্ত্রোপচার করানো হয়েছে। শিগগিরই তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে।
চলতি মৌসুমে বেশ কবারই এই পায়ের সমস্যায় ভুগেছেন রুডিগার। গত ২৫ জানুয়ারিতে ভাইয়াদলিদের বিপক্ষে একটি ম্যাচের সময় তার বাঁ পায়ে মোটা ব্যান্ডেজ দেখা যায়। সাত দিনের মাথায় এস্পানিওলের বিপক্ষে ম্যাচে পেশির চোটে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। সবশেষ গত শনিবার কোপা দেল রের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে ৩-২ গোলে হেরে যাওয়া লড়াইয়ে অতিরিক্ত সময়ে চোট পান এই সেন্টার-ব্যাক।
উত্তেজনায় ঠাসা ওই ঘটনাবহুল লড়াইয়ে সতীর্থ কিলিয়ান এমবাপের বিরুদ্ধে একটি ফাউল ধরায় রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়ার ওপর ক্ষুব্ধ হন রুডিগার ও তার সতীর্থরা। বেঞ্চ থেকে তেড়ে গিয়ে স্প্যানিশ রেফারির দিকে একটি বস্তু ছুড়ে মারেন রুডিগার। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সেটি ছিল বরফের টুকরো।
ওই আচরণের জন্য রুডিগারকে লাল কার্ড দেখান রেফারি। তারপরও রাগে ফুঁসছিলেন এই জার্মান ডিফেন্ডার। পরে এই ফুটবলার ক্ষমা চাইলেও বড় ধরনের শাস্তি হয়তো এড়াতে পারবেন না।
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) আচরণবিধি অনুযায়ী, ১০১ ধারায় শাস্তি পেলে চার থেকে ১২ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন তিনি। এই ধারায় রেফারিদের প্রতি ‘হালকা সহিংসতার’ কথা বলা হয়েছে। শাস্তি হতে পারে আরও কঠিন। যদি ১০৪ ধারায় শাস্তি দেওয়া হয়, তাহলে তিন থেকে ছয় মাস নিষিদ্ধ হতে পারেন রুডিগার। রেফারিকে ‘শারীরিক আক্রমণের’ কথা বলা হয়েছে এই ধারায়।
অন্য সব টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া রেয়াল মাদ্রিদের ঘরোয়া ফুটবলে শিরোপা সম্ভাবনা টিকে আছে কেবল লা লিগায়। সেখানেও অবশ্য শিরোপাভাগ্য তাদের হাতে নেই; ৩৩ রাউন্ড শেষে বার্সেলোনার থেকে ৫ পয়েন্ট পিছিয়ে আছে কার্লো আনচেলত্তির দল।