ব্যর্থতায় ভরা এক মৌসুম শেষে পরিবর্তনের হাওয়া ভালোই লেগেছে ম্যানচেস্টার ইউনাইটেডে। দুই দিনের মধ্যে তিন ফুটবলারের ওল্ড ট্র্যাফোর্ড ছাড়ার ঘোষণা এলো। পল পগবা ও জেসি লিনগার্ডের পর হুয়ান মাতাও ক্লাব ছাড়তে যাচ্ছেন।
Published : 02 Jun 2022, 09:19 PM
চলতি গ্রীষ্মেই চুক্তির মেয়াদ শেষে ফ্রি ট্রান্সফারে ইউনাইটেড ছাড়বেন স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপজয়ী মাতা। প্রিমিয়ার লিগের দলটি বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে।
৩৪ বছর বয়সী এই মিডফিল্ডারকে ২০১৪ সালে চেলসি থেকে দলে টেনেছিল ইউনাইটেড। এ জন্য তাদের খরচ করতে হয়েছিল ৩ কোটি ৭১ লাখ পাউন্ড, ক্লাবটির ইতিহাসে যা সেই সময়ের রেকর্ড।
ইউনাইটেডের হয়ে সব মিলিয়ে ২৮৫ ম্যাচ খেলে ৫১ গোল করেছেন মাতা। তবে সবশেষ মৌসুমে লিগে মাত্র সাত ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন ক্লাবটির হয়ে চারটি ট্রফি জেতা এই ফুটবলার।
ইউনাইটেডের জন্যও মৌসুমটা কেটেছে দুঃস্বপ্নের মতো। কোনো শিরোপা ছাড়াই মৌসুম শেষ করে দলটি। লিগ শেষ করে কোনোমতে ষষ্ঠ স্থানে থেকে। ফলে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগেও খেলা হবে না তাদের।
ধারাবাহিক ব্যর্থতার মাঝে মৌসুম শেষের আগেই পরিবর্তনের ঘোষণা দেয় ক্লাবটি। এরিক টেন হাগকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে তারা।
২০২১-২২ মৌসুমের অনেকটা সময় অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করা রালফ রাংনিক অনেকবারই বলেছেন, নতুন মৌসুমে দলে বড়সড় পরিবর্তনের কথা।
ইউনাইটেডে তার উপদেষ্টা পদে থাকার কথাও ছিল। তবে অস্ট্রিয়া জাতীয় দলের দায়িত্ব নেওয়া এই কোচ পরে সরে আসেন সেই সিদ্ধান্ত থেকে।
তবে ইউনাইটেডে বদলের আভাস পরিষ্কার। টেন হেগ যে নতুন কিছু ফুটবলার দলে টানবেন, সেটিই ফুটে উঠছে দুই দিনে তিন ফুটবলের ক্লাব ছাড়ার ঘোষণায়।
ইউনাইটেড বুধবার জানিয়েছিল, চুক্তির মেয়াদ শেষে এই গ্রীষ্মে পগবা ও লিনগার্ড ক্লাব ছাড়বেন।