ভাষা খুঁজে পাচ্ছেন না মুগ্ধ জিদান
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Oct 2020 03:23 PM BdST Updated: 25 Oct 2020 06:56 PM BdST
আগের দুই ম্যাচে দলের পারফরম্যান্স ছিল ভীষণ বাজে। অমন ছন্নছাড়া ফুটবল খেলার পরের ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ছেলেরা কিভাবে এতটা ভালো খেলল, ঠিক বুঝে উঠতে পারছেন না রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। দুর্দান্ত এই জয়ের পর পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে চান ফরাসি কোচ।
লা লিগায় শনিবার কাম্প নউয়ে হওয়া রোমাঞ্চকর ক্লাসিকোয় ৩-১ ব্যবধানে জেতে জিদানের দল। ফেদে ভালভেরদের গোলে গতবারের চ্যাম্পিয়নরা এগিয়ে যাওয়ার পর সমতা টানেন আনসু ফাতি। বিরতির পর সের্হিও রামোসের স্পট কিকে এগিয়ে যাওয়ার পর শেষ দিকে লুকা মদ্রিচের গোলে জয় নিয়ে ফেরে রিয়াল।
আগের দুই ম্যাচে ঘরের মাঠে লিগে কাদিস ও চ্যাম্পিয়ন্স লিগে শাখতার দোনেৎস্কের বিপক্ষে হেরেছিল রিয়াল। ক্লাব ফুটবলের ‘সবচেয়ে বড়’ ম্যাচের আগে জিদান বলেছিলেন, ঘুরে দাঁড়ানোর জন্য এই ম্যাচই আদর্শ। ম্যাচে খেলোয়াড়রা তা করে দেখিয়েছে দারুণভাবে। দল হঠাৎ কীভাবে এমন ভালো খেলল, তার ব্যাখ্যা নেই বিশ্বকাপজয়ী এই সাবেক ফুটবলারের কাছে।
“কখনও কখনও কোনো ব্যাখ্যা থাকে না। তবে আজ আমরা যা করেছি তার ওপর জোর দিচ্ছি এবং আমরা এভাবে চালিয়ে যেতে চাই।”

“আমি জানি না এই সমালোচনা ঠিক ছিল না-কি বেঠিক। আমি কেবল বলতে পারি, আমার খেলোয়াড়দের নিয়ে আমি গর্বিত। আমরা এমন একটা দলকে হারিয়েছি যারা সবসময় প্রতিপক্ষের জন্য কাজটা কঠিন করে তোলে। আমাদের নিয়ে যা কিছু বলা হয়েছে, এরপর জয়টা উপভোগ করা উচিত।”
চিরপ্রতিদ্বন্দ্বীদের হারানোর আনন্দে বুঁদ হয়ে থাকার সময় অবশ্য নেই জিদানের দলের। চ্যাম্পিয়ন্স লিগে আগামী মঙ্গলবার জার্মানির দল বরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে খেলবে রিয়াল। এর চার দিন পর ঘরের মাঠে লিগে তাদের প্রতিপক্ষ ওয়েস্কা।
-
শিয়াওতেকের ৩৭ ম্যাচের রেকর্ড যাত্রা থামালেন কহনে
-
চলে গেলেন গোলকিপিং গ্রেট ও ক্রিকেটার গোরাম
-
‘বাংলাদেশ-ইরাক ম্যাচ বাস্তবায়নযোগ্য কিনা ভাবতে হবে’
-
বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সাফের সভাপতি সালাউদ্দিন
-
কিংসকে রুখে দিল মোহামেডান
-
ইউনাইটেড থেকে ফরেস্টে হেন্ডারসন
-
রোমা থেকে ইন্টারে মিখিতারিয়ান
-
সাবেক ডাচ ফুটবল কর্মকর্তাদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- মুকুল বোস মারা গেছেন
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে