হাঁটুর চোট কাটিয়ে উঠলেও করোনাভাইরাসের কারণে প্রস্তুতিটা ভালো হয়নি। তাই ইউএস ওপেন থেকে নিজেকে সরিয়ে নিলেন প্রতিযোগিতাটির গতবারের নারী এককের চ্যাম্পিয়ন বিয়াঙ্কা আন্দ্রেয়েস্কো।
Published : 14 Aug 2020, 06:56 PM
টুইট বার্তায় বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ২০ বছর বয়সী এই কানাডিয়ান।
গত অক্টোবরে বছরের শেষ টুর্নামেন্ট ডব্লিউটিএ ফাইনালসে হাঁটুতে চোট পান আন্দ্রেয়েস্কো। এরপর থেকে খেলার বাইরে আছেন তিনি।
অনাকাঙ্ক্ষিত বিরতির পর প্রথম গ্র্যান্ড স্ল্যাম হিসেবে আগামী ৩১ অগাস্ট নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোসে শুরু হবে ইউএস ওপেনের এবারের আসর।
বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারীর কারণে প্রতিযোগিতাটি থেকে আগেই নিজেকে সরিয়ে নেন গতবারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। খেলবেন না বিশ্বের এক নম্বর নারী টেনিস খেলোয়াড় অ্যাশলি বার্টিও।
হাঁটুতে অস্ত্রোপচার করানোয় খেলতে পারছেন না পাঁচবারের চ্যাম্পিয়ন রজার ফেদেরারও।