মায়ের সঙ্গে রাগ করেই সে আত্মহত্যা করেছে, ধারণা পুলিশের।
Published : 06 Apr 2025, 02:15 PM
সিলেট নগরীতে নিজ বাসা থেকে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল সাড়ে সাতটার দিকে শেখঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে বলে কোতোয়ালি থানার ওসি মো. জিয়াউল হক জানান।
মৃত কিশোরীর নাম লাবিবা তানহা। তার বয়স ১৩ বছর।
তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ওসি বলেন, “মেয়েটি তার বাসার একটি লোহার পাইপের সঙ্গে টেলিফোনের তার গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের সদস্যদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।”
এ পুলিশ কর্মকর্তা বলেন, মোবাইল ব্যবহার করা নিয়ে মেয়েটির মা তাকে বকাঝকা করেছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মায়ের সঙ্গে রাগ করেই সে আত্মহত্যা করেছে। তারপরও ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।