রাষ্ট্রয়ত্ত ব্যাংকে গ্রাহকের চাপ তুলুনামূলকভাবে কম দেখা গেলেও বেসরকারি ব্যাংকগুলোতে টাকা উত্তোলন ও জমা দেওয়ার লাইন দেখা গেছে।
Published : 06 Apr 2025, 02:10 PM
ঈদ ঘিরে টানা ৯ দিন ছুটির পর রোববার স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম শুরু হয়েছে।
দীর্ঘ ছুটির পর রোববার সকাল থেকে গ্রাহকরা বাণিজ্যিক ব্যাংকগুলোতে আসছেন। তবে ভিড় খুব একটা বেশি নেই।
রাজধানীর মতিঝিল ও গুলশানের ব্যাংক পাড়া ঘুরে স্বাভাবিক কার্যক্রম চলতে দেখা গেছে।
আমানত তোলা কিংবা জমা হওয়া, ঋণের কিস্তি বা নতুন ঋণ দেওয়া, ঋণপত্র খোলা কিংবা ব্যবসায়িক কার্যক্রমের জন্য টাকা লেনদেনসহ সকল কার্যক্রম চলছে।
রোববার ব্যাংক লেনদেন শুরু হয়েছে রোজার আগের সূচিতে। অর্থাৎ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লেনদেন করা যাবে। আর ব্যাংক খোলা থাকবে ৬টা পর্যন্ত।
রোজায় লেনদেনের সময় ছিল সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত । ঈদের ছুটির আগে মার্চের ২৭ তারিখে শেষ ব্যাংকিং কার্যক্রম হয়েছিল।
রোববার রাষ্ট্রয়ত্ত ব্যাংকে গ্রাহকের চাপ তুলুনামূলকভাবে কম দেখা গেলেও বেসরকারি ব্যাংকগুলোতে টাকা উত্তোলন ও জমা দেওয়ার লাইন দেখা গেছে।
সোনালী ব্যাংকের মতিঝিলের জেনারেল ম্যানেজার শফিকুল ইসলাম বলেন, “আর্থিক লেনদেন শুরু হয়েছে। টাকা জমা ও উত্তোলন দুইই চলছে। তবে অন্যান্য দিনের তুলনায় চাপ কম রয়েছে। সোমবার থেকে আরো চাপ বাড়বে।”
সোনালী ব্যাংকে আসা গ্রাহক সাইদুল ইসলাম বলেন, “টাকা ওঠানোর জন্য এসেছি। নয় দিন তো টানা ব্যাংক বন্ধ ছিল। ঈদের আগে টাকা তুলেছিলাম। তাছাড়া নতুন মাস শুরু হয়েছে।”
ব্র্যাক ব্যাংকের মোহাম্মদপুর শাখার ব্র্যাঞ্চ ম্যানেজার শিহাব আহমেদ বলেন, তার শাখায় স্বাভাবিকভাবে লেনদেন চলছে।
“যেহেতু ৯ দিনের একটা ছুটি ছিল, তাই শাখায় কিছুটা চাপ রয়েছে। গ্রাহকরা ব্যাংকে এসে সব ধরনের সেবা গ্রহণ করছেন।”