চ্যাম্পিয়ন্স লিগ
ভিনিসিউস জুনিয়রের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।
Published : 04 Apr 2025, 09:37 PM
চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে জয়ের পর অসদাচরণের জন্য শাস্তি পেয়েছেন রেয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপে ও আন্টোনিও রুডিগার। দুজনকেই জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদের এক ম্যাচের নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে। তবে এক বছরের জন্য স্থগিত থাকবে এই নিষেধাজ্ঞা। তাই কোয়ার্টার-ফাইনালে আর্সেনালের বিপক্ষে তাদের খেলতে বাধা নেই।
ইউরোপীয় ফুটবলের নিয়ন্তা সংস্থা উয়েফা শুক্রবার বিবৃতিতে জানায়, রুডিগারকে জরিমানা করা হয়েছে ৪০ হাজার ইউরো, আর এমবাপের জরিমানার অঙ্ক ৩০ হাজার ইউরো।
এক বছর সময়ের মধ্যে আবার একইরকম অপরাধ করলে তাদের এক ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হবে।
এই দুজনের পাশাপাশি রেয়ালের আরও দুই খেলোয়াড় ভিনিসিউস জুনিয়র ও দানি সেবাইয়োসের বিরুদ্ধেও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তদন্ত শুরু করেছিল উয়েফা।
ভিনিসিউসের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। সেবাইয়োসকে ২০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।
গত ১২ মার্চ ওয়ান্দা মেত্রেপলিতানোয় টাইব্রেকারে জিতে শেষ আটে ওঠার পর আতলেতিকোর সমর্থকদের সামনে উদযাপনে মাতেন রেয়ালের খেলোয়াড়রা। ভিডিও ফুটেজে দেখা যায়, দলটির কয়েকজন খেলোয়াড় নেচে এবং প্রতিপক্ষের সমর্থকদের সামনে বিভিন্ন অঙ্গভঙ্গি করে জয় উদযাপন করছিলেন। এ সময় গ্যালারি থেকে বিভিন্ন জিনিস ছুড়ে প্রতিক্রিয়া দেখাচ্ছিলেন স্বাগতিক সমর্থকরা।
কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে আগামী মঙ্গলবার আর্সেনালের মাঠে খেলবে রেয়াল। সান্তিয়াগো বের্নবেউয়ে ফিরতি লেগ হবে ১৬ এপ্রিল।