ফ্রান্সের শীর্ষ লিগে কোনো দল কখনও যা করতে পারেনি, দলকে সেটি করার চ্যালেঞ্জ দিলেন লুইস এনরিকে।
Published : 04 Apr 2025, 08:16 PM
ফ্রান্সের শীর্ষ লিগে আগে কখনও যা হয়নি, কোনো দল যা করতে পারেনি, তেমনই এক কীর্তি হাতছানি দিচ্ছে পিএসজিকে। সেই রোমাঞ্চের ডাক শুনছেন লুইস এনরিকেও। শিরোপা জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে পিএসজি কোচ বললেন, এবার অপরাজিত থেকে ট্রফি উঁচিয়ে ধরতে চান তারা।
ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে পিএসজিই একমাত্র দল, নিজেদের লিগে যারা এখনও কোনো ম্যাচ হারেনি। সবার আগে শিরোপা নিশ্চিতও করতে ফেলতে পারে তারা। শনিবার ঘরের মাঠে ড্র করতে পারলেই ছয় ম্যাচ বাকি থাকতে চ্যাম্পিয়ন হয়ে যাবে প্যারিসের দলটি। লিগ আঁর শিরোপা জিতে নেবে তারা টানা চতুর্থবারের মতো।
বাংলাদেশ সময় শনিবার রাত ৯টায় শুরু হবে ম্যাচটি। আগের দিন সংবাদ সম্মেলনে দলের ইতিহাস গড়ার লক্ষ্যের কথা জানান এনরিকে।
“এখন পর্যন্ত আমি (রেকর্ডের) বিষয়ে আগ্রহী ছিলাম না। তবে অবশ্যই আমরা অপরাজিত লিগ মৌসুম শেষ করতে চাই।”
“আমরা কেবল চ্যাম্পিয়ন হতে চাই না, একই সঙ্গে আমরা লড়িয়ে ফুটবল খেলতে ও ভালো খেলতে চাই। আমরা আমাদের রেকর্ড ও পরিসংখ্যান সমৃদ্ধ করতে চাই।”
২৭ ম্যাচে ২২ জয় ও ৫ ড্রয়ে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা মোনাকোর চেয়ে ২১ পয়েন্ট এগিয়ে তারা।
দলের সবার পারফরম্যান্সে খুশি কোচ, তবে সন্তুষ্ট নন পুরোপুরি। অপরাজেয় পথচলাতেও অনেক জায়গায় উন্নতির সুযোগ দেখছেন সাবেক বার্সেলোনা কোচ।
“আমরা সবসময় উন্নতি করতে পারি। খেলোয়াড়রা ব্যক্তিগতভাবে ও দলগতভাবে আরও উন্নতি করতে পারে। আমরা এমনভাবে অনুশীলনের চেষ্টা করছি, যেন ম্যাচে তার প্রতিফলন পড়ে। কিছু বিষয়ে আমরা পরিবর্তন আনছি। এটা দলগত খেলা, তাই পারফরম্যান্সে শীর্ষ পর্যায়ে পৌঁছানো অনেক কঠিন।”
জানুয়ারিতে ফরাসি সুপার কাপ জয়ী পিএসজি চলতি মৌসুমে আরও দুটি শিরোপার জন্য লড়ছে। এরই মধ্যে ফরাসি কাপের ফাইনালে উঠেছে তারা। চ্যাম্পিয়ন্স লিগে প্রাথমিক পর্বের শেষদিক থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানো দলটি জায়গা করে নিয়েছে কোয়ার্টার-ফাইনালে। এখানে অ্যাস্টন ভিলার বিপক্ষে এর প্রথম লেগে আগামী বুধবার ঘরের মাঠে খেলবে তারা।
৫৪ বছর বয়সী এনরিকে যদিও বলছেন আপাতত তার সব মনোযোগ লিগ টেবিলের ১৪ নম্বর দল অঁজির দিকে, তবে অ্যাস্টন ভিলাকে নিয়েও ভাবছেন তিনি। ইংলিশ ক্লাবটির কোচ উনাই এমেরিকে নিয়ে আলাদা করে বললেন তিনি, একসময় যিনি পিএসজির কোচও ছিলেন।
“উনাই এমেরির সম্পর্কে জানা আছে আমার। প্রতিপক্ষের বিশ্লেষণ এবং নিজের দলের শক্তি পর্যালোচনায় তার আমি জানি। তিনি শীর্ষ মানের একজন কোচ। বিভিন্ন ক্লাবেই এর প্রমাণ তিনি রেখেছেন।”
“কোন ধরনের প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছি, আমরা জানি। গত বছর তারা অনেক উঁচু পর্যায়ের পারফরম্যান্স করেছে। আমার মতে, এই মৌসুমে তারা আরও পরিপূর্ণ এক দল।”