‘মেসির ওপর নির্ভরশীল নয় আর্জেন্টিনা’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Mar 2017 11:56 AM BdST Updated: 24 Mar 2017 05:15 PM BdST
লিওনেল মেসির একমাত্র গোলে চিলির বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর কোচ এদগার্দো বাউসা জানিয়েছেন, বার্সেলোনার তারকা এই ফরোয়ার্ডের ওপর তার দল নির্ভরশীল নয়।
বাংলাদেশ সময় শুক্রবার ভোরে বুয়েনস আইরেসে চিলিকে ১-০ গোলে হারায় স্বাগতিকরা। এই জয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে রাশিয়া বিশ্বকাপের টিকেট পাওয়ার লড়াইয়ে খানিকটা এগিয়ে গেল আর্জেন্টিনা।
ম্যাচের ষষ্ঠদশ মিনিটে আনহেল দি-মারিয়াকে ডি-বক্সে হোসে ফুয়েনসালিদা ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক পেয়ে সুযোগটি কাজে লাগাতে ভুল করেননি আর্জেন্টিনার হয়ে সর্বকালের সবচেয়ে বেশি গোলের মালিক। জাতীয় দলের জার্সিতে এই ফরোয়ার্ডের এটা ৫৮তম গোল।
দলে পাঁচবারের বিশ্বসেরা খেলোয়াড় মেসির গুরুত্ব প্রসঙ্গে ম্যাচ শেষে বাউসা বলেন, “আমি মনে করি না এই দল মেসি-নির্ভর। আমি মনে করি, সে ভালো একটি ম্যাচ খেলেছে। এখনও কাজ করার সময়, আমরা উন্নতি করবো।”

ম্যাচের শেষ দিকে আর্জেন্টিনার খেলা নিয়ে বাউসা বলেন, “আমরা বল দখলে আনতে ব্যর্থ হয়েছি। আমরা শেষ ১৫ মিনিট এটা (বল) পাইনি। আমরা বড় এক প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে জিতেছি। আমার বিবেচনায়, আমরা বাজে খেলিনি।”
গুরুত্বপূর্ণ এই জয়ে ১৩ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে তৃতীয় স্থানে উঠে এসেছে আর্জেন্টিনা।
এদিনই উরুগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়া ব্রাজিল ৩০ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের টিকেট প্রায় নিশ্চিত করে ফেলেছে। উরুগুয়ে ২৩ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে কলম্বিয়া।
-
'গালতিয়ে পিএসজির কোচ হলে সবার জন্যই ভালো হবে'
-
এমবাপেকে আমরা শূলে চড়াতে পারি না: মদ্রিচ
-
৮ গোলের ম্যাচে শেখ রাসেলের জয়
-
উদ্দ্বীপ্ত সাইফ স্পোর্টিংয়ে ধরাশায়ী আবাহনী
-
ওতাবেকের জোড়া গোলে জয়ে ফিরল শেখ জামাল
-
‘ডি ইয়ংকে বিক্রির ইচ্ছা নেই বার্সার’
-
সেভিয়া-বার্সার পাঠ চুকিয়ে 'ঘরে ফিরলেন' লুক ডি ইয়ং
-
শিয়াওতেকের ৩৭ ম্যাচের রেকর্ড যাত্রা থামালেন কহনে
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিত: প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি
- নারায়ণগঞ্জে শিক্ষকের পিটুনিতে আহত দুই ছাত্রী হাসপাতালে