‘২০১৭ ব্যালন ডি’অরের যোগ্য নেইমার’

ব্রাজিলের ডিফেন্ডার জোয়াও মিরান্দার বিশ্বাস তার জাতীয় দলের সতীর্থ নেইমার ২০১৭ সালের ব্যালন ডি’অর পাওয়ার যোগ্য।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2017, 06:55 AM
Updated : 24 March 2017, 11:27 AM

বাংলাদেশ সময় শুক্রবার ভোরে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ৪-১ গোলে উরুগুয়েকে হারায় ব্রাজিল। দলের জয়ে হ্যাটট্রিক করেন পাওলিনিয়ো। নেইমার এক গোল করার সঙ্গে একটি গোলে অবদান রাখেন।

৭৪তম মিনিটে দুর্দান্ত গোলে ব্রাজিলের জয় অনেকটাই নিশ্চিত করেন নেইমার। মাঝমাঠ থেকে অধিনায়ক মিরান্দার উঁচু করে বাড়ানো বল ঊরু দিয়ে নামিয়ে নিয়ন্ত্রণ করে ডান পায়ের চিপ শটে গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে পাঠান বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড। এ নিয়ে ব্রাজিলের হয়ে ৭৬ ম্যাচে ৫১ গোল হলো নেইমারের।

ম্যাচ শেষে নেইমারকে প্রশংসায় ভাসান মিরান্দা, “বর্তমানে নেইমার তার সেরা সময়ের মধ্যে আছে। পরের ব্যালন ডি’অর তার জন্যই তৈরি হচ্ছে।”

২০১৫ সালের ফিফা ব্যালন ডি’অরে তৃতীয় হয়েছিলেন নেইমার। নেইমারের বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসি ও রিয়াল মাদ্রিদের ক্রিস্তিয়ানো রোনালদো দুজনে মিলে গত নয়টি বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন।

উরুগুয়েকে হারিয়ে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে খেলা অনেকটাই নিশ্চিত করেছে ব্রাজিল। এই জয়ে ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট হলো শীর্ষে থাকা তিতের দলের।