স্প্যানিশ ফুটবল
গোলরক্ষক কোর্তোয়া ও মিডফিল্ডার ভালভের্দেকেও এই ম্যাচের স্কোয়াডে রাখেনি রেয়াল মাদ্রিদ।
Published : 26 Feb 2025, 07:44 PM
কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে লড়াইয়ের আগে ধাক্কা খেয়েছে রেয়াল মাদ্রিদ। দাঁত তুলে ফেলার পর এই ম্যাচে খেলতে পারবেন না ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে।
সোসিয়েদাদের মাঠে বুধবার বাংলাদেশ সময় রাত আড়াইটায় শুরু হবে ম্যাচটি। আগের দিন সংবাদ সম্মেলনে রেয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি জোর দিয়ে বলেছিলেন, এই ম্যাচে পাওয়া যাবে এমবাপেকে।
“এমবাপে আগামীকাল (বুধবার) সফর করবে। তার দাঁতে সমস্যা ছিল, সে আজ (মঙ্গলবার) অনুশীলন করতে পারেনি, তবে আগামীকাল সে সফর করবে এবং যারা সফর করবে তাদের প্রত্যেকের খেলার সম্ভাবনা আছে।”
তবে বুধবার বিশ্বকাপ জয়ী এই তারকাকে ছাড়াই ম্যাচটির জন্য স্কোয়াড ঘোষণা করেছে লা লিগা চ্যাম্পিয়নরা। স্কোয়াডে নেই গোলরক্ষক থিবো কোর্তোয়া ও মিডফিল্ডার ফেদেরিকো ভালভের্দেও।
সম্প্রতি দারুণ ছন্দে আছেন এমবাপে। এই বছরে এখন পর্যন্ত রেয়াল মাদ্রিদের হয়ে ১৪ গোল করেছেন তিনি। এবারের লা লিগায় ২৩ ম্যাচে তার গোল ১৭টি। চ্যাম্পিয়ন্স লিগে ১০ ম্যাচে গোল ৭টি, এর মধ্যে গত সপ্তাহে হ্যাটট্রিক করেছেন ম্যানচেস্টার সিটির বিপক্ষে।
নিয়মিত গোলরক্ষক কোর্তোয়ার আসছে ম্যাচে খেলার সম্ভাবনা খুব একটা ছিল না। মৌসুমে কোপা দেল রেতে এখন পর্যন্ত দলের তিন ম্যাচের সবকটিতে গোলপোস্ট সামলেছেন আন্দ্রি লুনিন।
আর ভালভের্দেকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত সপ্তাহে সিটির বিপক্ষে খেলা এই তারকা পুরোপুরি ফিট নন।
সোসিয়েদাদ ম্যাচের পর আগামী শনিবার লা লিগায় রেয়াল বেতিস ও মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে ইউরোপ চ্যাম্পিয়নরা।