ফিফা
ব্যস্ত সূচির ব্যাপারে সাম্প্রতিক সময়ে তুমুল আলোচনার মাঝেই এলো মামলার খবর।
Published : 11 Oct 2024, 10:44 PM
আনুষ্ঠানিকভাবে ফিফার আন্তর্জাতিক সূচির ব্যাপারে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) এন্টিট্রাস্টে মামলা করবে পেশাদার ফুটবলারদের সংগঠন ফিফপ্রো ও ইউরোপের লিগ পরিচালনা সংস্থা ইউরোপিয়ান লিগস।
আগামী মঙ্গলবার যৌথভাবে এই মামলা করা হবে বলে জানিয়েছে খেলাধুলা ও ফুটবলারদের সংস্থা দুটি।
গত জুলাইয়ে এই বিষয়ে ঘোষণা দিয়েছিল ফিফপ্রো ও ইউরোপিয়ান লিগস। এর সপ্তাহদুয়েক আগে ফ্রান্সের সাবেক ফুটবলার লাসানা দিয়ারার করা ফুটবলারদের দলবদলে ইইউ-র নিয়ম ভঙ্গের করা মামলায় ইউরোপের উচ্চ আদালত ফিফার বিরুদ্ধে রায় দেয়।
খেলাটিতে সবার জন্য সমান সুবিধা নিশ্চিত করতে ও ব্যস্ত সূচির কারণে অসন্তোষে ফুঁসতে থাকা ফুটবলার ও ফুটবলীয় সংস্থাগুলোর একরকম বাধ্য হয়ে ইইউ এন্টিট্রাস্টের দিকে ঝুঁকতে বাধ্য হওয়ার কথাও বলা হচ্ছে অভিযোগে।
ইউরোপিয়ান লিগস ও ফিফপ্রোর অভিযোগের কেন্দ্রে মূলত আন্তর্জাতিক ম্যাচের ব্যস্ত সূচি। এই ব্যাপারে তারা বলেছে, জাতীয় দলের বিভিন্ন লিগ এখন ফুটবলারদের স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এক্ষেত্রে ফিফার বিরুদ্ধে বৃহৎ বাজারের অপব্যবহারের অভিযোগ করা হচ্ছে।
এই প্রসঙ্গে ফিফার পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান আন্তর্জাতিক সূচি কাউন্সিলের সবার সম্মতিক্রমেই অনুমোদন দেওয়া হয়েছিল। যেখানে ফিফপ্রো এবং লিগগুলোর সদস্যরাও ছিল।