স্প্যানিশ ফুটবল
সংবাদমাধ্যমের খবর, ফরাসি এই মিডফিল্ডারের মাঠে ফিরতে অন্তত চার সপ্তাহ সময় লাগবে।
Published : 06 Nov 2024, 10:40 PM
ঘরের মাঠে টানা দুই হার এবং এই দুই ম্যাচে দলের বাজে পারফরম্যান্সে একেবারেই ছন্নছাড়া অবস্থা রেয়াল মাদ্রিদের। সেই সঙ্গে যোগ হলো চোটের নতুন ধাক্কা। গোড়ালি মচকে গেছে ফরাসি মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনির।
চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে এসি মিলানের বিপক্ষে ম্যাচে চোট পান চুয়ামেনি। সান্তিয়াগো বের্নাবেউয়ে ৩-১ গোলে হেরে যাওয়া ম্যাচে দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই চুয়ামেনিকে বসিয়ে আরেক ফরাসি মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গাকে নামায় রেয়াল।
পরদিন নিজেদের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে চুয়ামেনির চোটের কথা জানায় লা লিগার ক্লাবটি। কতদিন পর তিনি ফিরতে পারবেন, তা অবশ্য জানানো হয়নি। তবে দা অ্যাথলেটিকের খবর, ২৪ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডারের সুস্থ হয়ে উঠতে অন্তত চার সপ্তাহ সময় লাগবে।
লা লিগায় শিরোপা ধরে রাখার অভিযানে বেশ পিছিয়ে পড়েছে রেয়াল। সবশেষ ম্যাচে বার্সেলোনার বিপক্ষে ঘরের মাঠে ৪-০ গোলে উড়ে যায় তারা। লিগ টেবিলে ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে কার্লো আনচেলত্তির দল। তাদের চেয়ে ৯ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা, একটি ম্যাচ বেশি খেলেছে কাতালান ক্লাবটি।
ঘরোয়া লিগে পরের ম্যাচে রেয়াল খেলবে ওসাসুনার বিপক্ষে। আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর লা লিগায় লেগানেসের বিপক্ষে ম্যাচের পর চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের মুখোমুখি হবে রেয়াল।
চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে নাস্তানাবুদ হওয়ার ওই ধাক্কা সামলে ওঠার আগে নিজ আঙিনায় মিলানের বিপক্ষেও বড় হার সঙ্গী হলো, তাতে দলটির ইউরোপ সেরার মুকুট ধরে রাখার অভিযানেও ধাক্কা লেগেছে। চার রাউন্ড শেষে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে আছে প্রতিযোগিতার রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা।
চুয়ামেনির চোট ফ্রান্সের জন্যও দুর্ভাবনার কারণ। উয়েফা নেশন্স লিগে আগামী ১৪ নভেম্বর ইসরায়েলের বিপক্ষে ঘরের মাঠে খেলবে ফরাসিরা। এর তিন দিন পর তারা স্বাগতিক ইতালির মুখোমুখি হবে।