আন্তর্জাতিক ফুটবল
ছয় মাসের বেশি সময় পর জাতীয় দলে ফিরে কোচ দেশমের সঙ্গে সম্পর্ক নিয়ে বললেন রেয়াল মাদ্রিদ তারকা।
Published : 18 Mar 2025, 08:40 PM
২০২৪ সালের শেষ দিকে পরপর দুবার কিলিয়ান এমবাপের ফ্রান্স দলে না থাকাটা অনেক আলোচনার জন্ম দিয়েছিল। কোচ দিদিয়ে দেশমের সঙ্গে তার ‘শীতল সম্পর্কের’ গুঞ্জনও ছড়িয়ে পড়ে চারদিকে। সেই গুজব উড়িয়ে দিলেন রেয়াল মাদ্রিদ তারকা। তবে কিছু ক্ষেত্রে কোচের সঙ্গে তার মতবিরোধ যে হয় না, তা নয়।
ক্রোয়েশিয়ার বিপক্ষে নেশন্স লিগের দুই লেগের কোয়ার্টার-ফাইনালের জন্য গত সপ্তাহে দল ঘোষণা করেন ফ্রান্স কোচ দেশম। ছয় মাসের বেশি সময় পর সেই দলে ফেরেন এমবাপে।
গত অক্টোবর ও নভেম্বরে নেশন্স লিগে এমবাপেকে দলে ডাকেননি কোচ। তখন বিষয়টি নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। অধিনায়ককে কেন দলে ডাকেননি, তার কোনো ব্যাখ্যা তখন দেননি দেশম।
গত মাসে ফরাসি ক্রীড়া পত্রিকা ‘লেকিপে’কে দেওয়া সাক্ষাৎকারে দেশম জানান, ইউরোয় নাক ভেঙে যাওয়া, পিএসজিতে শেষ দিকে কঠিন সময় কাটানো, নতুন ঠিকানায় মানিয়ে নেওয়া- সবকিছু বিবেচনা করেই দলের সেরা খেলোয়াড়কে বাইরে রেখেছিলেন তিনি।
আরেক ফরাসি পত্রিকা ‘লু পারিজিয়াঁ’য় সোমবার প্রকাশিত সাক্ষাৎকারে এক প্রশ্নে দেশমের সঙ্গে সম্পর্ক নিয়ে বলেন ২৬ বছর বয়সী এমবাপে।
“না (দুজনের সম্পর্কে ফাটল ধরেনি)। যদি ফাটল ধরত, তাহলে আমি কখনোই তার ফোন ধরতাম না। সবাই আমাকে চেনে। যদি কারো সঙ্গে সম্পর্ক ভেঙে যায়, (তার সঙ্গে) আমি যোগাযোগ রাখি না, আমি ভণিতা করতে পারি না। এর মানে এই নয় যে, সম্পর্কের মধ্যে কখনও মতবিরোধ হয় না। আমি না চাইলেও হতে পারে… কোচের প্রতি আমার সবসময় শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা ছিল। তিনিই ফরাসি জাতীয় দলের সঙ্গে আমার একমাত্র কোচ এবং তিনিই আমাকে প্রথম সুযোগ দিয়েছিলেন। আমরা একসঙ্গে সাফল্য পেয়েছি। দুটি বা তিনটি মতবিরোধের কারণে আমাদের সম্পর্ক নষ্ট হতে পারে না।
“এগুলো গোপন কিছু নয়। তবে এমন কিছু মতবিরোধ, যা মানুষের জানার প্রয়োজন নেই। যেকোনো কাজে, সহকর্মীদের সঙ্গে মতবিরোধ থাকে। তবে এর অর্থ এই নয় যে, তাদের পছন্দ করেন না বা তাদের সম্মান করেন না।”
ফ্রান্স জাতীয় দলের হয়ে এরই মধ্যে ৮৬ ম্যাচ খেলে ফেলেছেন এমবাপে। তারুণ্যেই পেয়ে গেছেন বিশ্বকাপ জয়ের স্বাদ। ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন তিনে আছেন তিনি (৪৮)।
আগামী বৃহস্পতিবার ক্রোয়েশিয়ার মাঠে খেলবে ফ্রান্স। তিন দিন পর ফিরতি লেগ হবে প্যারিসে।