চ্যাম্পিয়ন্স লিগ
জার্মানির এই অভিজ্ঞ ফরোয়ার্ড মনে করছেন, শাখতার দোনেৎস্কের বিপক্ষে আরও অনেক গোল করতে পারতেন তারা।
Published : 11 Dec 2024, 05:51 PM
এগিয়ে থাকলে নিশ্চিন্ত না হয়ে আরও গোলের জন্য বায়ার্ন মিউনিখ সতীর্থদের তাগিদ দিলেন টমাস মুলার। অভিজ্ঞ এই জার্মান ফরোয়ার্ড মনে করেন, শাখতার দোনেৎস্কের বিপক্ষে আরও বড় ব্যবধানে জিততে পারতেন তারা।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মঙ্গলবার রাতে ৫-১ গোলে জিতেছে বায়ার্ন। বিরতির আগে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নিতে তিন মাসের মধ্যে নিজের প্রথম গোল করেন মুলার।
১০ বছর বয়সে বায়ার্নে আসা ফরোয়ার্ড ইউরোপ সেরার মঞ্চে এ নিয়ে ১৬ আসরে জালের দেখা পেলেন। শাখতারের বিপক্ষে দলের পারফরম্যান্সে অবশ্য খুশি ৩৫ বছর বয়সী মুলার।
“আমরা সন্তুষ্ট… আমরা এগিয়ে গিয়েছি এবং আক্রমণাত্মক ফুটবলে অনেক সুযোগ তৈরি করেছি। যেভাবে আমরা নিজেদের দ্বিতীয় গোলটি করেছি, এভাবে আমরা আরও অনেক গোল করতে পারতাম।”
“এটা গুরুত্বপূর্ণ যে আমরা এগিয়ে যাচ্ছি। ৩-১ গোলে এগিয়ে যাওয়ার পর জয় ধরে নেওয়া ঠিক হবে না, তাই আমাদের আক্রমণ করে যেতে হবে; আক্রমণভাবে খেলোয়াড়রা, জাদুকররা গোল করে যেতে চায়। এটাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত।”
টানা তৃতীয় জয়ের পর ১২ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে বায়ার্ন। বুন্ডেসলিগায় দলটি আছে চূড়ায়। ঘরোয়া লিগে শিরোপা পুনরুদ্ধারের অভিযানে দলটি শনিবার মাইন্সের বিপক্ষে খেলবে।