ইতালিয়ান ফুটবল
ইন্টার মিলানের সমান ৬১ পয়েন্ট নিয়ে সেরি আয় দ্বিতীয় স্থানে আছে আন্তোনিও কন্তের দল।
Published : 16 Mar 2025, 09:39 PM
ইন্টার মিলানকে টপকে সেরি আর পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠার সুযোগ ছিল নাপোলির সামনে। কিন্তু সেটা কাজে লাগাতে পারেনি তারা। অবনমন অঞ্চলের দল ভেনেৎসিয়ার বিপক্ষে ড্র করেছে আন্তোনিও কন্তের দল।
প্রতিপক্ষের মাঠে রোববার জিতলে ইন্টারকে ছাড়িয়ে লিগ টেবিলে শীর্ষে উঠে যেত নাপোলি। কিন্তু ম্যাচ শেষ হয় গোলশূন্য সমতায়।
২৯ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নাপোলি। এক ম্যাচ খেলা ইন্টারের পয়েন্টও ৬১। আর ২৮ ম্যাচ ৫৮ পয়েন্ট নিয়ে তিনে আছে আতালান্তা।
ঘরের মাঠে রোববার ইন্টারের মুখোমুখি হবে আতালান্তা। ম্যাচটির ফলাফল নাপোলির জন্যও খুব গুরুত্বপূর্ণ। তবে ডিএজেডএন-কে কন্তে বলেন, এই ম্যাচের ফল তাদের চেষ্টায় কোনো প্রভাব ফেলবে না।
“এটা (নাপোলি-আতালান্তা ম্যাচের ফল) আমাদের মধ্যে কোনো পরিবর্তন আনবে না। নিজেদের দিকে মনোযোগ দিতে হবে আমাদের এবং আজকের মতো সর্বোচ্চ উজাড় করে খেলতে হবে।”
“এরপর মৌসুম শেষে দেখা যাবে আমাদের প্রচেষ্টার কেমন ফল আসে। যখন সমালোচনার প্রয়োজন ছিল আমি সবসময় সেটা করেছি। কিন্তু আজকে নয়। আজ জয় আমাদের প্রাপ্য ছিল, তবে ড্রও ঠিক আছে।”
দুই দলই এদিন গোল করার সুযোগ পেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ঠিকানা খুঁজে পায়নি কেউই। নাপোলির জিয়াকোনোম রাসপাদুরির শট পোস্টে লেগে ফিরে আসে। আর দারুণ জায়গায় বল পেয়েও গোলরক্ষক বরাবর মারেন ভেনেৎসিয়ার দানিয়েল ফিলা।
কাগজে-কলমে শক্তিতে পিছিয়ে থাকলেও নাপোলিকে ভালোই পরীক্ষায় ফেলে ভেনেৎসিয়া। ৪২ শতাংশ পজেশন ধরে রেখে গোলের জন্য ১৩টি শট নেয় তারা, যার চারটি ছিল লক্ষ্যে। আর নাপোলির ১৫ শটের ৭টি ছিল লক্ষ্যে।