বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন তপু বর্মন, আনিসুর রহমান জিকো ও সবুজ।
Published : 12 Oct 2023, 10:18 PM
‘অনাকাঙ্ক্ষিত কাণ্ডে’ অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হয়েছিলেন পাঁচ ফুটবলার। বসুন্ধরা কিংস তাদের নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানের ভিত্তিতে শেখ মোরসালিন ও রিমন হোসেনের নিষেধাজ্ঞা উঠেছে।
নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিললেও জরিমানা দিতে হবে মোরসালিন ও রিমনকে। এক হোয়াটসঅ্যাপ বার্তায় মোরসালিনকে এক লাখ ও রিমনকে তিন লাখ টাকা জরিমানা করার কথা জানিয়েছে বসুন্ধরা কিংস।
বাকি তিন জনের মধ্যে অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মনকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নিষিদ্ধ করার পাশাপাশি জরিমানা করা হয়েছে এক লাখ টাকা।
গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে আগামী ৩১ মার্চ পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়েছে কিংস। আর ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজের নিষেধাজ্ঞা ২০২৩-২৪ মৌসুমের জন্য।
দলের সাথে থাকা অফিসিয়ালদের আরও অধিকতর সতর্কতার সাথে দায়িত্ব পালনের নির্দেশও দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
গত ১৯ সেপ্টেম্বরে মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশনের বিপক্ষে এএফসি কাপের ম্যাচ খেলে মালদ্বীপ থেকে ফেরার পথে শৃঙ্খলা ভাঙেন জিকো, তপু, রিমন, মোরসালিন ও সবুজ। ওই ম্যাচ খেলে ফেরার পথে বিমানবন্দরে পাঁচ খেলোয়াড়ের কাছে ৬৪ বোতল মদ পাওয়ার খবর আসে বিভিন্ন গণমাধ্যমে। পরে এই পাঁচ খেলোয়াড়কে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দেয় তাদের ক্লাব কিংস।
মালে থেকে ৩-১ গোলের হার নিয়ে ফেরা কিংস সবশেষ ওড়িষা এফসির বিপক্ষে ম্যাচে এই পাঁচ জনকে ছাড়াই খেলে ৩-২ গোলে জিতে। ক্লাব নিষেধাজ্ঞা দেওয়ায় জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরাও তাদেরকে বিবেচনায় নেননি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে।
এই পাঁচ জনের মধ্যে সবুজ ছাড়া বাকি চার জন জাতীয় দলের নিয়মিত মুখ। তাদের ছাড়াই বৃহস্পতিবার ২০২৬ বিশ্বকাপের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের প্রথম লেগে মালদ্বীপের বিপক্ষে ১-১ ড্র করেছে বাংলাদেশ।
আগামী ১৭ অক্টোবর ঢাকায় ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল। কিংসের নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় জাতীয় দলে মোরসালিন ও রিমন-এই দুই তরুণের ফেরার পথটা মসৃণ হলো।