স্প্যানিশ ফুটবল
তবে ক্যারিয়ারে আগে যে অভিজ্ঞতা হয়নি, তা কাতালান ক্লাবটিতে হচ্ছে বলে জানিয়েছেন পোলিশ গোলরক্ষক।
Published : 18 Mar 2025, 07:34 PM
বার্সেলোনার প্রয়োজনে অবসর ভেঙে ফেরা ভয়চেখ স্ট্যান্সনি অল্প সময়েই দলটিতে অপরিহার্য হয়ে উঠেছেন। ক্লাবটিতে আগে থেকেই থাকা ইনিয়াকি পেনিয়াকে পেছনে ফেলে হয়ে উঠেছেন কোচ হান্সি ফ্লিকের সেরা পছন্দ। তাহলে কি চুক্তি বাড়িয়ে তিনি থেকে যাবেন ক্লাবটিতে?- এই প্রশ্নের উত্তর অবশ্য পরিষ্কার করে দেননি পোলিশ গোলরক্ষক।
মৌসুমের শুরুতে বার্সেলোনার অধিনায়ক ও প্রথম পছন্দের গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন চোট পেয়ে লম্বা সময়ের জন্য ছিটকে গেলে বেকায়দায় পড়ে যায় বার্সেলোনা। দলটির ডাকে সাড়া দিয়ে, অবসর ঘোষণার এক মাস খানেক পর মাঠে ফেরেন স্ট্যান্সনি। কাতালান ক্লাবটির সঙ্গে চু্ক্তি করেন চলতি মৌসুমের শেষ পর্যন্ত।
পেনিয়া ও স্ট্যান্সনির মধ্যে কাকে পোস্টে রাখবেন, শুরুতে অনেক ভাবতে হতো বার্সেলোনার কোচকে। অনুশীলনে ও ম্যাচে একের পর এক দারুণ পারফরম্যান্সে তার কাজটা সহজ করে দেন সাবেক ইউভেন্তুস গোলরক্ষক।
একের পর এক ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে স্ট্যান্সনি হয়ে উঠেছেন কোচের সেরা পছন্দ। তিনি শুরুর একাদশে থাকার ম্যাচগুলোয় এখনও হারেনি বার্সেলোনা।
সমর্থকদের কাছেও তিনি প্রিয় হয়ে উঠেছেন। তাকে ঘিরে গুঞ্জনও তাই বাড়ছে ক্রমেই। তবে ৩৪ বছর বয়সী ফুটবলার এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি বলে ইলেভেন স্পোর্টসকে জানিয়েছেন।
“আমার ভবিষ্যৎ নিয়ে হয়তো শীঘ্রই সিদ্ধান্ত নেওয়ার সময় হবে। আমার শারীরিক ও মানসিক শক্তির পুরোটা দিয়ে আগামী ম্যাচগুলোয় দৃষ্টি দেওয়াই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাঠে আমাদের সেরাটা নিংড়ে দিতে হবে।”
“বার্সার জন্য খেলাটা দারুণ রোমাঞ্চকর, কারণ এখানে খুব খুব সুন্দর ফুটবল খেলা হয়, ক্যারিয়ারে আগে আমি যত অভিজ্ঞতা অর্জন করেছি, তার চেয়ে পুরোপুরি ভিন্ন।”
বর্তমান চলছে আন্তর্জাতিক ফুটবলের বিরতি। ওসাসুনার বিপক্ষে পূর্বে স্থগিত হয়ে যাওয়া লা লিগার ম্যাচটি আগামী ২৭ মার্চ মাঠে গড়ানোর কথা। এর আগে বেশ লম্বা বিরতিই পাচ্ছেন স্ট্যান্সনি।