অবসর ভেঙে ফিরেই জালের দেখা পেলেন সুনিল ছেত্রি।
Published : 20 Mar 2025, 03:31 AM
যে মাঠে বাংলাদেশের বিপক্ষে খেলবে ভারত, সেখানেই রাহুল বেকে, লিস্টন কোলাসো ও সুনিল ছেত্রি পেলেন জালের দেখা। প্রীতি ম্যাচে মালদ্বীপকে উড়িয়ে বাড়তি আত্মবিশ্বাস সঞ্চয় করে নিল ভারত।
শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বুধবার ৩-০ গোলে জিতেছে ভারত। প্রথমার্ধে রাহুল দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান কোলাসো ও অবসর ভেঙে ফেরা তারকা ফরোয়ার্ড ছেত্রি।
আগামী ২৫ মার্চ এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলবে ভারত। ম্যাচটি সামনে রেখে শিলংয়ে প্রায় দুই সপ্তাহ ধরে অনুশীলন করছেন ছেত্রি-রাহুলরা।
মালদ্বীপ ও বাংলাদেশের বিপক্ষে খেলতে কদিন আগে অবসর ভেঙে ফেরার ঘোষনা দেন ছেত্রি। ফেরার মঞ্চে এই কিংবদন্তি ফরোয়ার্ড কোলাসোর ক্রস থেকে হেডে জাল খুঁজে নেন। আন্তর্জাতিক সর্বোচ্চ গোলদাতার তালিকায় চতুর্থ স্থানে থাকা ছেত্রির গোল হলো ৯৫টি।
ভারত ম্যাচ সামনে রেখে ঢাকা ও সৌদি আরব মিলিয়ে প্রায় তিন সপ্তাহের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। শিলংয়ের উদ্দেশে বৃহস্পতিবার রওনা দেবে হাভিয়ের কাবরেরার দল।