নেশন্স লিগ
ইতালির বিপক্ষে দলকে নিজেদের ইতিহাস লেখার তাগিদ দিলেন জার্মানি কোচ ইউলিয়ান নাগেলসমান।
Published : 23 Mar 2025, 09:06 AM
ডর্টমুন্ডে ইতালির মুখোমুখি হওয়ার আগে জার্মানি কোচ ইউলিয়ান নাগেলসমানের মনে পড়ছে প্রায় ১৯ বছরের পুরোনো দুঃসহ স্মৃতি। ২০০৬ সালে এই মাঠেই ইতালির বিপক্ষে হেরে বিশ্বকাপের সেমি-ফাইনাল থেকে ছিটকে পড়েছিল স্বাগতিক জার্মানি। সেই হারের প্রতিশোধ তো আর নেশন্স লিগ দিয়ে হবে না। তবে এই দলটিকে হারিয়ে দলকে নিজেদের ইতিহাস লেখার তাগিদ দিলেন নাগেলসমান।
কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে রোববার ইতালির বিপক্ষে খেলবে জার্মানি। প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে জিতে একটু এগিয়ে আছে তারা।
২০০৬ আসরের সেমি-ফাইনালে যোগ করা সময়ে ফাবিও গ্রস্সো ও আলেস্সান্দ্রো দেল পিয়েরোর দুই গোলে জার্মানিকে স্তব্ধ করে দিয়েছিল ইতালি। ২-০ গোলে সেই লড়াইয়ে জেতার পর শিরোপাও ঘরে তুলেছিল তারা।
সেমি-ফাইনালে জায়গা করে নিতে ঘরের মাঠে ড্র-ই যথেষ্ট জার্মানির জন্য। তবে শনিবার সংবাদ সম্মেলনে নাগেলসমান বললেন, তিনি কেবল জয়ের কথাই ভাবছেন।
“২০০৬ সালের কথা আমার মনে আছে। জার্মানি যে জয় পায়নি এর জন্য এখনও আমি খুশি নই। তবে আমার জন্য বর্তমান নিয়ে কথা বলাটা বেশি গুরুত্বপূর্ণ, অতীত নয়। আমরা নিজেরা নিজেদের ইতিহাস লেখতে চাই।”
“ইতালিয়ান খেলোয়াড়দের গতি নিয়ে আমি ভীত নই। আমরা ভালো অবস্থায় আছি এবং আমরা সজাগ। কালকের জন্য আমাদের ভালো সমাধান আছে এবং এরপর সুযোগ তৈরি আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে… আশা করি আমরা জিতব।”
প্রথম লেগের চেয়ে খুব একটা ভিন্ন খেলা আশা করছেন না নাগেলসমান। তবে নিজের দলে কিছুটা পরিবর্তনের আভাস দিয়েছেন তিনি।
“হ্যাঁ, কিছুটা টেকটিক্যাল পরিবর্তন থাকবে। তবে আমি সেগুলো প্রকাশ করব না।”