চ্যাম্পিয়ন্স লিগ
অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষকের জালে যত বেশি সম্ভব গোল চান পিএসজির ফরাসি ফরোয়ার্ড দিজিরে দুয়ে।
Published : 08 Apr 2025, 08:34 PM
কাতার বিশ্বকাপের পর অনেক ফরাসির চোখেই ‘শত্রু’ আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। সেই তিনি এবার অ্যাস্টন ভিলার হয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে যাবেন পিএসজির মাঠে। তাকে সামনে দেখলে যে ফরাসি খেলোয়াড়দের প্রতিশোধ স্পৃহা জাগতে পারে সে ব্যাপারে অনেকটাই নিশ্চিত দিজিরে দুয়ে।
পিএসজির এই ফরোয়ার্ড নিজেও একজন ফরাসি। আগামী বুধবার কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে তারা ঘরের মাঠে খেলবেন ভিলার বিপক্ষে।
ইউরোপ সেরার মঞ্চে ইংলিশ ক্লাবের অগ্রযাত্রায় বড় ভূমিকা আছে মার্তিনেসের। পোস্ট সামলাচ্ছেন তিনি দারুণ আস্থায়।
সেমি-ফাইনালে যাওয়ার পথে পিএসজির মূল বাধা হতে পারেন বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক। এর সঙ্গে যুক্ত হচ্ছে বিশ্বকাপ ফাইনালে সেই হারের প্রতিশোধ স্পৃহা। দুইয়ে মিলে তার জালে যত বেশি সম্ভব গোল দেখতে চাইলেন দুয়ে।
“তিনি অন্য যে কারোর মতোই একজন গোলরক্ষক। অবশ্যই তিনি আর্জেন্টিনা জাতীয় দলের গোলরক্ষক। তাই আমাদের ফরাসি খেলোয়াড়দের মাঝে প্রতিশোধের মনোভাব জাগতে পারে। তার বিপক্ষে আমি এখনও খেলিনি তবে আমাদের লক্ষ্য যত বেশি সম্ভব গোল করা।”
বিশ্বকাপ ফাইনালে শেষ সময়ে রান্দাল কোলো মুয়ানির শট ঠেকিয়ে ফ্রান্সের জয়ের দারুণ সুযোগ ব্যর্থ করে দিয়েছিলেন মার্তিনেস। পরে টাইব্রেকারে দারুণ বীরত্ব দেখিয়ে ফ্রান্সের শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙে আর্জেন্টিনাকে এনে দিয়েছিলেন ৩৬ বছরের খরা কাটানো তৃতীয় শিরোপা।