ইংলিশ ফুটবল
Published : 28 Apr 2025, 08:33 PM
পাঁচ বছর আগে প্রিমিয়ার লিগের শিরোপা জিতলেও পরিবর্তিত পরিস্থিতিতে তখন সমর্থকদের সঙ্গে নিয়ে শিরোপা উদযাপন করতে পারেনি লিভারপুল। অবশেষে সেই সুযোগ পাচ্ছে তারা। আগামী ২৬ মে ছুটির দিন হবে তাদের ২০তম লিগ শিরোপা জয়ের প্যারেড।
ঘরের মাঠ অ্যানফিল্ডে রোববার টটেনহ্যাম হটস্পারকে ৫-১ গোলে বিধ্বস্ত করে চার ম্যাচ বাকি থাকতেই লিগ শিরোপা পুনরুদ্ধার করে লিভারপুল।
ইংল্যান্ডের শীর্ষ লিগে সর্বোচ্চ (২০) শিরোপা জয়ের রেকর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের পাশে বসেছে ‘অল রেড’ নামে পরিচিত দলটি। একসময় এখানে আধিপত্য করলেও ১৯৯২ সালে প্রিমিয়ার লিগ নামকরণের পর থেকে যেন দুর্ভাগ্যের শুরু হয় দলটির। ৩০ বছরের অপেক্ষা ঘুচিয়ে, অবশেষে ২০১৯-২০ মৌসুমে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ যুগে চ্যাম্পিয়ন হয় তারা।
কিন্তু কোভিড-১৯ বিধিনিষেধের কারণে সেবার ঘটা করে শিরোপা উদযাপন করা থেকে বঞ্চিত হয় ক্লাবটি। এবার হবে সেই উদযাপন।
মৌসুমে লিভারপুল তাদের শেষ ম্যাচ খেলবে আগামী ২৫ মে। পরদিন হবে বিজয় প্যারেড। ছাদখোলা বাসে ১৫ কিলোমিটারের প্যারেড শুরু হবে স্থানীয় সময় দুপুর আড়াইটায়। ধারণা করা হচ্ছে, তিন থেকে পাঁচ ঘন্টা স্থায়ী হবে এই প্যারেড।
এরই মধ্যে শুরু হয়ে গেছে এই প্যারেড আয়োজনের প্রস্তুতি, সোমবার এক বিবৃতিতে বললেন লিভারপুল সিটি কাউন্সিলের নেতা লিয়াম রবিনসন।
“লিভারপুলের বিজয় প্যারেড ফুটবলের চেয়েও বেশি কিছু, এটা আমাদের শহরের গর্ব, আবেগ ও সম্প্রদায়ের চেতনার উদযাপন। এই ইভেন্টের প্রস্তুতির জন্য পর্দার আড়ালে বিশাল কাজ চলছে।”