উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স কোচ মনে করেন, ভিএআরের সঠিক ব্যবহার হয়নি ম্যাচে।
Published : 08 Jan 2023, 08:44 PM
লিভারপুলের বিপক্ষে ড্রয়ের পর রেফারিং নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স কোচ হুলেন লোপেতেগি। অফসাইডের কারণে তাদের একটি গোল বাতিলের সিদ্ধান্ত সঠিক ছিল না বলে মনে করেন এই স্প্যানিয়ার্ড। ভিএআর থাকার পরও ‘ভুল’ হওয়ায় হতাশ তিনি।
অ্যানফিল্ডে শনিবার এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচটি ২-২ ড্র হয়। ২৬তম মিনিটে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধের শেষে ও দ্বিতীয়ার্ধের শুরুতে দুটি গোল হজম করে উলভারহ্যাম্পটন। এরপর ৬৬তম মিনিটে সমতার ফেরে তারা।
জয়ের সম্ভাবনাও জেগেছিল উলভারহ্যাম্পটনের সামনে। ৮১তম মিনিটে প্রতিপক্ষের জালে বল জালে পাঠিয়ে উল্লাসে মাতেন দলটির সেন্টার ব্যাক গোমেস। তবে অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান।
এরপর সেটি পর্যালোচনা করা হয় ভিএআরে (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি)। কিন্তু এটি যে অফসাইড ছিল না, তা প্রমাণে তাদের কাছে ক্যামেরার সঠিক অ্যাঙ্গেল না থাকায় বহাল রাখা হয় রেফারির সিদ্ধান্ত। ফলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় উলভারহ্যাম্পটনকে।
ম্যাচ শেষে আইটিভির সঙ্গে আলাপচারিতায় অফসাইডের সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সাবেক রিয়াল মাদ্রিদ কোচ লোপেতেগি। তার মতে, ভিএআরের সঠিক ব্যবহার হয়নি ম্যাচে।
“আমরা এটা দেখেছি, অফসাইডের অস্তিত্বই নেই, আমি দুঃখিত। এটা অসম্ভব। কেউ তাকে বলেছে এটা অফসাইড, কিন্তু আমরা ছবিগুলো দেখেছি, এর কোনো অস্তিত্ব নেই।”
“সিদ্ধান্তটি ভুল ছিল। আমি প্রতিদিন ভুল করি, এবং কখনও কখনও তারাও (ভিএআর) করে। আজ আমরা ভিএআর-এর সাহায্য পেয়েছি এবং এটি হতাশার বিষয়, কারণ আমি দুঃখিত, এটি অফসাইড নয়।”