ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ
স্পেনের কাছে হেরে ইউরোর গ্রুপ পর্ব থেকে বিদায় নিল আলবেনিয়া।
Published : 25 Jun 2024, 03:13 AM
গ্রুপ সেরা হয়ে নকআউটে ওঠা নিশ্চিত আগেই। আগের ম্যাচ থেকে একাদশে তাই ১০টি পরিবর্তন করে নামল স্পেন। আগের দুই ম্যাচের মতো অতটা দাপুটে পারফরম্যান্স যদিও এবার দেখাতে পারল না তারা। তবে আলবেনিয়ার বিপক্ষে প্রত্যাশিত জয় ঠিকই তুলে নিল ইউরোর তিনবারের চ্যাম্পিয়নরা।
ডুসেলডর্ফে সোমবার রাতে ‘বি’ গ্রুপের শেষ রাউন্ডে ১-০ গোলে জিতেছে স্পেন। প্রথমার্ধে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন ফেররান তরেস।
ইতালিকে ১-০ গোলে হারানো ম্যাচ থেকে একাদশে জায়গা ধরে রাখেন কেবল ডিফেন্ডার এমেরিক লাপোর্ত। দ্বাদশ মিনিটে প্রথম সুযোগ পায় স্পেন। হেসুস নাভাসের ক্রসে বক্সে মিকেল মেরিনোর হেড ঠেকান গোলরক্ষক।
পরের মিনিটেই গোলের দেখা পায় স্পেন। দানি ওলমোর থ্রু বল বক্সে পেয়ে প্রথম স্পর্শে বাঁ পায়ে শট নেন তরেস, বল দূরের পোস্টে লেগে জালে জড়ায়।
২১তম মিনিটে সুযোগ পান ওলমো। তবে শট লক্ষ্যে রাখতে পারেননি তিনি। চার মিনিট পর দানি ভিভিয়ানের হেড উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে। প্রথমার্ধের শেষ দিকে ভালো সুযোগ পেয়ে উড়িয়ে মারেন মেরিনো।
এই অর্ধে গোলের জন্য একটিই শট নিতে পারে আলবেনিয়া। ৪৫তম মিনিটে তাদের সেই প্রচেষ্টা দারুণ সেভে রুখে দেন গোলরক্ষক দাভিদ রায়া।
দ্বিতীয়ার্ধের শুরুতে অল্পের জন্য গোল পাননি হোসেলু। সতীর্থের ক্রসে বক্সে রেয়াল মাদ্রিদ স্ট্রাইকারের ভলি পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।
শেষ ২০ মিনিটের জন্য আলভারো মোরাতা ও লামিনে ইয়ামাল বদলি নামলেও কিছু করে দেখাতে পারেননি তারা। আরও দুটি সেভ করে স্পেনের জয় নিশ্চিত করেন রায়া।
২০০৮ সালে শিরোপা জয়ী আসরের পর এই প্রথম কোনো ইউরোয় গ্রুপ পর্বে ৩ ম্যাচের সবগুলো জিতল স্পেন। ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে আছে তারা।
একই সময়ে শুরু আরেক ম্যাচে শেষ মুহূর্তের গোলে ক্রোয়েশিয়ার সঙ্গে ১-১ ড্র করে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ ষোলোয় উঠেছে ইতালি। গত আসরের চ্যাম্পিয়নদের ৪ পয়েন্ট। ক্রোয়েশিয়ার ২ ও আলবেনিয়ার ১ পয়েন্ট।
এদিন মাঠে না নেমেই অন্তত চার তৃতীয় সেরা দলের একটি হিসেবে শেষ ষোলোর টিকেট নিশ্চিত হয়েছে ইংল্যান্ড, ফ্রান্স ও নেদারল্যান্ডসের। এই তিন দলের অবশ্য এখনও গ্রুপ সেরা হওয়ার সুযোগও আছে।
২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে ইংল্যান্ড। মঙ্গলবার শেষ রাউন্ডে স্লোভেনিয়ার বিপক্ষে খেলবে গ্যারেথ সাউথগেটের দল।
সমান ৪ পয়েন্ট করে নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে আছে নেদারল্যান্ডস, দুইয়ে ফ্রান্স। এই দুই দলেরও ম্যাচ বাকি একটি করে।
আসরে ছয় গ্রুপের শীর্ষ দুটি করে দল যাবে নকআউটে। সঙ্গে গ্রুপে তৃতীয় হওয়া সেরা চার দল পাবে শেষ ষোলোর টিকেট।