ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী গোলদাতা এখন এই ক্রোয়াট।
Published : 25 Jun 2024, 02:47 AM
খাদের কিনারায় দাঁড়িয়ে দলকে আবারও পথ দেখালেন লুকা মদ্রিচ। ইতালির বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে করলেন গোল। তাতে তিনি বনে গেলেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী গোলদাতা।
নকআউট পর্বে উঠতে হলে জিততেই হবে, ইতালির বিপক্ষে কঠিন এই সমীকরণে খেলতে নামে ক্রোয়েশিয়া। লাইপজিগে সোমবার রাতের এই ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতে একটি পেনাল্টি পায় তারা; গোল করতে ব্যর্থ হন মদ্রিচ।
তবে বল ধরে রেখে নতুন করে শাণানো আক্রমণে জালে বল পাঠিয়ে দলকে উচ্ছ্বাসে ভাসান রেয়াল মাদ্রিদ তারকা। সেই সঙ্গে গড়েন নতুন ইতিহাস।
৩৮ বছর ২৮৯ দিন বয়সে গোলটি করে ভেঙে দিলেন আগের সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ড। আগের রেকর্ডটি ছিল অস্ট্রিয়ার ইভিচা ভাস্তিচের; ২০০৮ আসরের গ্রুপ পর্বে পোল্যান্ডের বিপক্ষে ৩৮ বছর ২৫৭ দিন বয়সে পেনাল্টি থেকে গোল করেছিলেন সাবেক এই ফুটবলার।