জার্মান গোলরক্ষক নিজের ভুল স্বীকার করে নিয়েছেন বলে জানিয়েছেন হান্সি ফ্লিক।
Published : 21 Sep 2024, 07:37 PM
চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোর বিপক্ষে বার্সেলোনার হারের পেছনে দায় থাকায় মার্ক-আন্দ্রে টের স্টেগেনকে শূলে চড়ানো হচ্ছে। প্রবল সমালোচনার শিকার এই গোলরক্ষকের পাশে দাঁড়িয়েছেন হান্সি ফ্লিক। কাতালান ক্লাবটির কোচের মতে, মানুষ মাত্রই ভুল করে।
ইউরোপ সেরার মঞ্চে এবার হার দিয়ে যাত্রা শুরু করেছে বার্সেলোনা। গত বৃহস্পতিবার মোনাকোর মাঠে শুরুতেই ১০ জনের দলে পরিণত হয়ে তারা হেরে যায় ২-১ গোলে।
সেদিন ম্যাচের দশম মিনিটেই বড় এক ভুল করে বসেন টের স্টেগেন। দুই পাশে দুই সতীর্থ ফাঁকায় থাকা সত্ত্বেও জার্মান এই গোলরক্ষক পাস দেন মাঝে এরিক গার্সিয়ার উদ্দেশ্যে। পেছনেই থাকা তাকুমি মিনামিনো বলের দখল নিতে এলে একরকম বাধ্য হয়ে তাকে ফাউল করে বসেন স্প্যানিশ ডিফেন্ডার। সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গার্সিয়া।
টের স্টেগেনের ভুলের মাশুল দিতে হয় বার্সেলোনাকে। ওই ঘটনার ছয় মিনিট পরই প্রথম গোল হজম করে স্প্যানিশ ক্লাবটি। লামিনের ইয়ামালের গোলে সমতা নিয়ে প্রথমার্ধ শেষ করলেও দ্বিতীয়ভাগে আরেকটি গোল খেয়ে হেরে যায় বার্সেলোনা।
লা লিগায় রোববার ভিয়ারেয়ালের মুখোমুখি হবে ফ্লিকের দল। আগের দিন সংবাদ সম্মেলনে কোচ বলেন, নিজের ভুল স্বীকার করে নিয়েছেন টের স্টেগেন।
“আমার মনে হয়, এটা মার্কের (টের স্টেগেন) সামর্থ্যের একটি জায়গা, তার পা থেকেই আক্রমণে ওঠা, এটা তার শক্তি। আমরা গোলরক্ষক থেকে গুছিয়ে আক্রমণ শাণাতে চাই এবং কেবল লং পাস দিয়ে নয়।”
“সে নিজের ভুল স্বীকার করেছে। আমরা সবাই মানুষ এবং সবাই ভুল করি। নিজেদের ভুল থেকে শিক্ষা নিতে হবে। আশা করি, পরেরবার তারা সুস্পষ্ট নির্দেশনা পাবে। যা হওয়ার হয়ে গেছে, সেটা তো আর বদল করা যাবে না। তাই এটা নিয়ে ভাবার কিছু নেই।”