ফরাসি ফুটবল
বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড বললেন, ফুটবলে সব সময় তার কাছে চূড়ায় থাকবে ফ্রান্স জাতীয় দল।
Published : 09 Dec 2024, 05:17 PM
ফ্রান্সের সাম্প্রতিক ম্যাচগুলোতে না খেলায় কিলিয়ান এমবাপের নিবেদন নিয়ে প্রশ্ন উঠছিল। সেগুলো উড়িয়ে দিয়ে বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড বললেন, জাতীয় দলের প্রতি তার ভালোবাসা এক বিন্দু কমেনি, যখনই সুযোগ আসবে নিজেকে উজাড় করে দেবেন তিনি।
কানাল প্লাসের সঙ্গে এক সাক্ষাৎকারে সাম্প্রতিক সময়ে জাতীয় দলের স্কোয়াডে অনুপস্থিতি, রেয়াল মাদ্রিদে কঠিন শুরু, ফুটবলের ব্যস্ত সূচিসহ অনেক বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন এমবাপে। বলেন, দলে থাকা নিয়ে কোচের সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত।
“ফুটবলে সব সময়ই চূড়ায় ফ্রান্স দল। এটা জাতীয় দল। আমি সব সময়ই বলি, এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই। ফ্রান্স দলের জন্য আমার ভালোবাসায় কোনো পরিবর্তন আসেনি।”
“সব সময় নিজেকে উজাড় করে দিয়েছি। আপনি নিজ দেশের হয়ে কাজ করবেন, এই তো… আমি সব সময়ই ফ্রান্স জাতীয় দলকে সর্বোচ্চ পর্যায়ে রেখেছি। সবচেয়ে ভালোভাবে এর প্রতিনিধিত্ব করতে আমি সম্ভাব্য সবকিছু করব।”
২৫ বছর বয়সী ফরোয়ার্ড বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। চলতি মৌসুমে পিএসজি ছেড়ে তিনি পাড়ি দিয়েছেন রেয়ালে। ফ্রান্সের হয়ে ৮৬টি ম্যাচ খেলেছেন তিনি কিন্তু জায়গা হয়নি অক্টোবর ও নভেম্বরের নেশন্স লিগের ম্যাচের দলে। শেষ মাসে কেন ছিলেন না তা নিজেরও জানা নেই, দাবি এমবাপের।
“নভেম্বর মাসেরটা নিয়ে আমি কথা বলতে পারব না। কারণ, এটা ছিল কোচের (দিদিয়ে দেশম) সিদ্ধান্ত এবং তিনি যা বলবেন তাতে আমার সমর্থন থাকবে। আমি তার সিদ্ধান্তকে শতভাগ শ্রদ্ধা করি, কারণ তিনিই বস। আমি যেতে চেয়েছিলাম কিন্তু কেন হয়নি আমি বলতে পারব না।”