চ্যাম্পিয়ন্স লিগ
সেল্তা ভিগোর বিপক্ষে বিবর্ণ ফু্টবলের পর এই জয়ে ভীষণ খুশি বার্সেলোনা কোচ।
Published : 27 Nov 2024, 04:55 PM
লা লিগার হতাশা কাটিয়ে চ্যাম্পিয়ন্স লিগে দাপুটে জয়ের পর ফুটবলারদের উচ্ছ্বসিত প্রশংসা করলেন হান্সি ফ্লিক। জার্মান কোচের মতে, ব্রেস্তের বিপক্ষে বার্সেলোনার পারফরম্যান্স ছিল অসাধারণ। প্রাপ্য জয়ে খুশি ফ্লিক মনে করেন ব্যবধান হতে পারত আরও বড়।
ঘরের মাঠে মঙ্গলবার রাতে ৩-০ গোলে জিতেছে বার্সেলোনা। রবের্ত লেভানদোভস্কির জোড়া গোলের মাঝে জালের দেখা পান দানি ওলমো।
লা লিগায় সবশেষ দুই ম্যাচে জয়শূন্য বার্সেলোনা। রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১-০ গোলে হারার পর সেল্তা ভিগোর সঙ্গে ২-২ গোলে ড্র করে ফ্লিকের দল।
টানা দুই ম্যাচে জয় না পাওয়ায় দলের পারফরম্যান্স নিয়ে বেশ উদ্বিগ্ন ছিলেন ফ্লিক। সেটা কাটল ব্রেস্তের বিপক্ষে রাফিনিয়া, লেভানদোভস্কিদের দারুণ ফুটবলে।
ম্যাচ শেষে মুভিস্টার প্লাসকে বার্সেলোনা কোচ বললেন, সেল্তা ভিগোর বিপক্ষে অমন বাজে ফুটবলের পর এই পারফরম্যান্সে তিনি ভীষণ খুশি।
“খুব খুশি। তিন গোলের ব্যবধানে জেতা আমাদের প্রাপ্য ছিল। তবে আমরা আরও বেশি গোল করতে পারতাম। এটা ছিল অসাধারণ পারফরম্যান্স।”
জোড়া গোল করা লেভানদোভস্কির হাতে ধরা দিয়েছে দারুণ এক অর্জন। মাত্র তৃতীয় ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে একশ গোলের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। অন্য দুই জন হলেন ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসি।
গত বছরের বিবর্ণতা কাটিয়ে এবার স্বরূপে ফেরা লেভানদোভস্কিকে প্রশংসায় ভাসালেন ফ্লিক।
“লেভানদোভস্কি অসাধারণ। তার গোলে আমি খুবই খুশি। আমি মনে করি, লেভানদোভস্কি জানে তার গোল করতে হবে। সেটা করার মতো জায়গাতেই সে আছে। তবে দল যেটা করছে সেটা খুব গুরুত্বপূর্ণ।”
“অবশ্যই সে জানে তার গোল করতে হবে আর তা করার জন্যই সে খেলে। তবে এই দল যা করছে সেটা বিস্ময়কর।”
৩৬ দলের টুর্নামেন্টে ১২ পয়েন্ট নিয়ে আপাতত দুই নম্বরে উঠে এসেছে বার্সেলোনা। ৩৪ পয়েন্ট নিয়ে লা লিগায় আছে চূড়ায়।