সেমি-ফাইনালে র্যাঙ্কিংয়ের দুই নম্বর ও ফাইনালে এক নম্বর তারকাকে হারিয়ে, ১৯৯৯ সালের পর সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ইন্ডিয়ান ওয়েলসের শিরোপা জিতলেন এই রুশ টিনএজার।
Published : 17 Mar 2025, 08:00 PM
প্রথম সেট হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়ালেন মিরা আন্দ্রিভা। র্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে রুশ টিনএজার জিতলেন ইন্ডিয়ান ওয়েলসের শিরোপা, গড়লেন দারুণ কীর্তি।
নারী এককের ফাইনালে রোববার তিনবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ২৬ বছর বয়সী সাবালেঙ্কাকে ২-৬, ৬-৪, ৬-৩ গেমে হারান আন্দ্রিভা।
১৯৯৯ সালে সেরেনা উইলিয়ামসের (১৭ বছর ২৮৩ দিন) পর সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ইন্ডিয়ান ওয়েলস জয়ের কীর্তি গড়লেন আন্দ্রিভা (১৭ বছর ৩০৯ দিন)।
সেমি-ফাইনালে আন্দ্রিভা হারিয়ে দেন র্যাঙ্কিংয়ের দুই নম্বর খেলোয়াড়, পাঁচবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ইগা শিয়াওতেককে। ১৯৯৯ সালে ইউএস ওপেনে সেরেনার পর ১৮ বছরের কম বয়সী প্রথম খেলোয়াড় হিসেবে কোনো ডব্লিউটিএ ইভেন্টের এককে র্যাঙ্কিংয়ের শীর্ষ দুই খেলোয়াড়কে হারালেন তিনি।
এই দুজন ছাড়া গত ৩৮ বছরে এমন কীর্তি গড়তে পারেন কেবল স্টেফি গ্রাফ- ১৯৮৭ সালের মায়ামি ওপেনে।
ডব্লিউটিএ ১০০০ পর্যায়ে আন্দ্রিভার এটি টানা দ্বিতীয় শিরোপা। গত মাসের শেষ দিকে তিনি জেতেন দুবাই ওপেন।
এবার ইন্ডিয়ান ওয়েলসের পুরুষ এককের শিরোপা জিতেছেন জ্যাক ড্রাপার। ফাইনালে ডেনমার্কের হোলগা রুনকে ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন ব্রিটেনের ২৩ বছর বয়সী এই খেলোয়াড়।