স্প্যানিশ ফুটবল
দেপোর্তিভা মিনেরার বিপক্ষে ৩৯ বছর বয়সী তারকার পারফরম্যান্সের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন রেয়াল মাদ্রিদ কোচ।
Published : 07 Jan 2025, 03:08 PM
বয়স পেরিয়েছে ৩৯ বছর। তবে বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে ফুটবলের আঙিনায় এখনও দারুণ দ্যুতিময় লুকা মদ্রিচ। রেয়াল মাদ্রিদের জার্সিতে টানা দ্বিতীয় ম্যাচে গোলের দেখা পেয়েছেন তিনি। দেপোর্তিভা মিনেরার বিপক্ষে তার পারফরম্যান্সে উচ্ছ্বসিত কোচ কার্লো আনচেলত্তি। ক্রোয়াট মিডফিল্ডারকে ‘ফুটবলের জন্য এক উপহার’ হিসেবে বর্ণনা করেছেন তিনি।
স্প্যানিশ ফুটবলে চতুর্থ স্তরের দলের বিপক্ষে সোমবার কোপা দেল রের শেষ বত্রিশের ম্যাচটি ৫-০ গোলে জেতে রেয়াল। দ্বিতীয়ার্ধে দলের চতুর্থ গোলটি করেন মদ্রিচ।
এতে দীর্ঘ এক অপেক্ষারও অবসান হয়েছে তার। স্পেনের দ্বিতীয় সেরা এই প্রতিযোগিতায় ৩০ ম্যাচ খেলে তার প্রথম গোল যে এটিই।
চলতি মৌসুমে ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭ ম্যাচের মধ্যে এই নিয়ে ১১টিতে শুরুর একাদশে খেলার সুযোগ পেলেন তিনি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাকে প্রশংসায় ভাসান আনচেলত্তি। কম সময় খেলার সুযোগ পেয়েও মাঠে তার প্রভাব এবং পেশাদারিত্বে মুগ্ধ অভিজ্ঞ ইতালিয়ান কোচ।
“(মদ্রিচ) ফুটবলের জন্য এক উপহার এবং যারা কাছ থেকে খেলাটি উপভোগ করতে পারে তাদের জন্যও আরও বেশি কিছু। সমর্থকরা, খেলোয়াড়রা, কোচ... আমার জন্য, সে দারুণ এক উপহার।”
“এই ধরনের ম্যাচের জন্যও সে যেভাবে প্রস্তুতি নেয়, যেন এটি একটি ফাইনাল। বিষয়টা আমাদের তরুণদের জন্য খুব গুরুত্বপূর্ণ উদাহরণ।”
ম্যাচে গোটা দল যেভাবে খেলেছে, তাতে খুব খুশি ৬৫ বছর বয়সী কোচ।
“শুরু থেকে শেষ পর্যন্ত গোছানো ফুটবল ছিল। আমরা ভালো খেলেছি, আমরা সত্যিকারের নিবেদন এবং ভালো মানসিকতা দেখিয়েছি।”
৪ মিনিট ৪৬ সেকেন্ডে দলকে এগিয়ে নেন ফেদেরিকো ভালভের্দে। এই মৌসুমে কোপা দেল রেতে দ্রুততম গোল এটি।
প্রথম আধা ঘন্টার মধ্যেই ব্যবধান বাড়ান এদুয়ার্দো কামাভিঙ্গা ও আর্দা গিলের। দ্বিতীয়ার্ধে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন তরুণ তুর্কি গিলের।