স্প্যানিশ ফুটবল
কোপা দেল রের ফাইনালের আগের দিনের অনুশীলন ও সংবাদ সম্মেলন বর্জন করলেও, ম্যাচ বয়কট করার কথা ভাবছে না ইউরোপের সফলতম ক্লাবটি।
Published : 26 Apr 2025, 02:57 PM
কোপা দেল রে ফাইনালের রেফারি বদল করার দাবি নিয়ে কড়া অবস্থান থেকে কিছুটা সরে এসেছে রেয়াল মাদ্রিদ। চাওয়া পূরণ না হলে শিরোপা নির্ধারণী ম্যাচটি বয়কট করা হতে পারে, এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছে তারা। ইউরোপের সফলতম ক্লাবটি জানিয়েছে, এমন ভাবনা কখনোই তাদের মাথায় আসেনি।
বার্সেলোনার মুখোমুখি হবে রেয়াল। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত দুইটায়।
জটিলতার সূত্রপাত আগের দিন সকালে সংবাদ সম্মেলনে ফাইনালের রেফারিদের মন্তব্যে। ম্যাচের মূল রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়া চোখে জল নিয়ে বলেন, তাকে নিয়ে রেয়াল মাদ্রিদ টিভির সমালোচনার বিরূপ প্রভাব পড়ে তার পরিবারের ওপর। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি গনসালেস ফুয়ের্তেস সংবাদ সম্মেলনে দে বুর্গোসের পাশে বসে হুঁশিয়ারি দিয়ে বলেন, আরএমটিভির বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেবেন তারা।
ফাইনালের আগের দিন এভাবে সংবাদ সম্মেলন করে একটি ক্লাবের বিরুদ্ধে রেফারিদের মন্তব্যকে ‘অগ্রহণযোগ্য’ বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় রেয়াল। এই রেফারিদের ম্যাচ পরিচালনা থেকে সরিয়ে দেওয়ার অনুরোধও করে তারা। কিন্তু তাদের অনুরোধ সরাসরি খারিজ করে দেয় স্প্যানিশ ফুটবল ফেডারেশন-আরএফইএফ।
অনুরোধে সাড়া না মেলায় দিনের সব আনুষ্ঠানিকতা থেকে নিজেদের সরিয়ে নেয় রেয়াল। ম্যাচের আগের দিনের অনুশীলন ও সংবাদ সম্মেলন বর্জন করে তারা। বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের সঙ্গে কার্লো আনচেলত্তির ফটো সেশন বাতিল করে ক্লাবটি।
উত্তপ্ত এই পরিস্থিতিতে স্পেনের কিছু সংবাদ মাধ্যমে খবর বের হয়, রেফারি বদল না হলে ম্যাচ বয়কটের কথা গভীরভাবে বিবেচনা করবে কার্লো আনচেলত্তির দল।
এইসব গুঞ্জন উড়িয়ে রেয়াল জানায়, “আমাদের দল কখনোই কালকের (শনিবার) ফাইনাল বয়কট করার কথা ভাবেনি।”
পরে তুলে ধরে কোপা দেল রের ফাইনাল নিয়ে নিজেদের ভাবনা।
“আমাদের ক্লাবের উপলব্ধি, ফাইনালের ২৪ ঘণ্টা আগে ম্যাচটির জন্য নিযুক্ত রেফারিরা যে দুর্ভাগ্যজনক ও অনুপযুক্ত বিবৃতি দিয়েছেন, তা বৈশ্বিক গুরুত্বপূর্ণ একটি ক্রীড়া ইভেন্টকে কলঙ্কিত করতে পারে না, যা কোটি কোটি মানুষ দেখবে। আমরা সেইসব ভক্তদের প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি, যারা সেভিয়ায় যাওয়ার পরিকল্পনা করছেন এবং যারা ইতোমধ্যে আন্দালুসিয়ার রাজধানীতে আছেন।”
“ফাইনালের জন্য নিযুক্ত রেফারিরা আজ আমাদের ক্লাবের বিরুদ্ধে যে শত্রুতা ও বিদ্বেষ দেখিয়েছেন, তা সত্ত্বেও রেয়াল মাদ্রিদ বিশ্বাস করে যে, ফুটবলের মর্যাদা অবশ্যই সমুন্নত রাখতে পাবে।”
ম্যাচে রেফারির বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রায়ই সমালোচনা করে রেয়াল মাদ্রিদের নিজস্ব টিভি চ্যানেল আরএমটিভি। তাদের বৃহস্পতিবার প্রকাশিত ভিডিওটিতে দেখানো হয়, ফাইনালের রেফারি দে বুর্গোসের ক্যারিয়ারজুড়ে করা একাধিক ভুল। আরএমটিভির সমালোচনার কারণে সৃষ্ট মানসিক চাপ নিয়ে শুক্রবার সম্মেলনে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন দে বুর্গোস। একই সংবাদ সম্মেলনে ফাইনালের ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) গনসালেস ফুয়ের্তেস হুঁশিয়ারি দিয়ে বলেন, আরএমটিভির বিরুদ্ধে শিগগিরই ‘ব্যবস্থা নেবেন’ তারা।
এতেই প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠে রেয়াল মাদ্রিদ। তবে, সময়ের সঙ্গে তাদের ক্ষোভ হয়তো কিছুটা কমে এসেছে। অন্তত ফাইনাল মাঠে গড়ানো নিয়ে জেগে ওঠা শঙ্কা আপাতত কেটে গেছে।