জার্মান ফুটবল
বায়ার্ন মিউনিখ গোলরক্ষকের ফর্ম নিয়ে উদ্বিগ্ন জার্মান গ্রেট লোথার মাথেউসও।
Published : 24 Oct 2024, 11:39 PM
বয়স হয়ে গেছে ৩৮ বছর। পারফরম্যান্সে ভাটার টান লক্ষ্য করা যাচ্ছে প্রায়ই। মানুয়েল নয়ারের মান আর আগের মতো নেই। সবশেষ, চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে চার গোল হজমের পর বায়ার্ন মিউনিখ গোলরক্ষককে ফুটবল থেকে অবসর নেওয়ার কথা বিবেচনা করতে বললেন রেয়াল মাদ্রিদের সাবেক কোচ ফাবিও কাপেলো।
তার প্রজন্মের সেরা গোলরক্ষকদের একজন হিসেবে বিবেচনা করা হয় নয়ারকে। তবে নিজের সেরা সময় অনেক আগেই তিনি পেছনে ফেলে এসেছেন। ২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে জার্মানির বিদায়ের পর ছুটি কাটানোর সময় স্কিইং করতে গিয়ে পা ভেঙে প্রায় এক বছর বাইরে থাকতে হয় তাকে। তারপর থেকে আর তেমন ছন্দে দেখা যাচ্ছে না তাকে।
গত জুন-জুলাইয়ে ঘরের মাঠে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেন জার্মানির ২০১৪ বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা নয়ার। সাম্প্রতিক সময়ে ক্লাবের হয়ে তার পারফরম্যান্স নিয়ে মাঝেমধ্যেই হচ্ছে সমালোচনা।
চ্যাম্পিয়ন্স লিগে বুধবার তার বিপক্ষে গোলের জন্য চারটি শট লক্ষ্যে রেখে সবগুলোতেই জালের দেখা পায় বার্সেলোনা। স্প্যানিশ দলটি ম্যাচটি জেতে ৪-১ গোলে। যদিও প্রথম দুটি গোলে যথেষ্ট দায় ছিল বায়ার্নের রক্ষণের। তবে প্রথমার্ধে নয়ারও একটি ভুল করে বিপদে পড়তে বসেছিলেন, অল্পের জন্য সে যাত্রায় গোল খাওয়া থেকে বেঁচে যান তিনি।
স্কাই স্পোর্টসের সঙ্গে আলাপে নয়ারকে অবসর নেওয়ার পরামর্শ দিলেন রেয়াল, এসি মিলান, ইউভেন্তুস, ইংল্যান্ড জাতীয় দলের সাবেক কোচ কাপেলো।
“কিছু গোলরক্ষক যখন একটি নির্দিষ্ট বয়সে পৌঁছে যায়, তখন তাদের অবসর নেওয়ার সাহস থাকা উচিত।”
জার্মান সংবাদমাধ্যম বিল্ড-এর সঙ্গে আলাপচারিতায় নয়ারের ফর্ম নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জার্মান গ্রেট লোথার মাথেউসও।
“আমি মানুয়েলকে (নয়ার) আঘাত দিতে চাই না, তবে অতীতে সে দলকে যেভাবে সাহায্য করেছে, এখন তা পারছে না। মানুয়েল নয়ার এই মুহূর্তে আগের মানুয়েল নয়ার নেই। কারণ সে অপ্রতিরোধ্য শটগুলো সেভ করতে পারছে না, তার গোলকিপিং বদলে গেছে।”
“আশা করি, শিগগিরই সে তার পুরোনো ফর্ম এবং আত্মবিশ্বাস ফিরে পাওয়ার পথ খুঁজে পাবে।”