উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ
ভুটানের বিপক্ষে সেমি-ফাইনাল সামনে রেখে দেশটির ক্লাবের সাবেক সতীর্থদের এখন আর বন্ধু ভাবতে চাইছেন না বাংলাদেশের এই ফরোয়ার্ড।
Published : 25 Oct 2024, 04:55 PM
প্রাণখোলা হাসি দিয়ে ঋতুপর্ণা চাকমা বললেন, “শত্রু তো শত্রুই, মাঠের মধ্যে আবার কিসের বন্ধুত্ব?” এই কথা শুনে হাসির রোল পড়ল তার সতীর্থদের মাঝেও। পড়ারই কথা। কদিন আগে ভুটানের রয়েল থিম্পু কলেজের হয়ে খেলে এসেছেন এই ফরোয়ার্ড, ক্লাবটির অনেকে আছেন বর্তমান ভুটান দলে। তাদের বিপক্ষে সেমি-ফাইনাল খেলবে বাংলাদেশ। ক্লাব পর্যায়ের বন্ধুত্ব তাই আর মনে রাখতে চাইছেন না ঋতুপর্ণা।
নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে আগামী রোববার প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি দুই দল। গত আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে সেরা চারের মঞ্চেই দেখা হয়েছিল বাংলাদেশ-ভুটানের। ৮-০ গোলের জয়ের আনন্দ সঙ্গী হয়েছিল সাবিনা-ঋতুপর্ণাদের।
এবারও একই স্বপ্নের দোলা বাংলাদেশের চোখে। ভুটানকে হারিয়ে শিরোপা লড়াইয়ের মঞ্চে উঠতে উন্মুখ পিটার বাটলারের দল। ঋতুপর্ণাও ভুটানের বন্ধুদের তাই এখন আর বন্ধু ভাবছেন না।
“আমরা বাংলাদেশ থেকে একটা লক্ষ্য নিয়ে এসেছি যে, ম্যাচ বাই ম্যাচ জিতব। প্রথম লক্ষ্য ছিল, গ্রুপসেরা হয়ে সেমি-ফাইনাল খেলব। যেই নামুক মাঠে আমরা সেরাটা দিয়েই খেলব।”
“ভুটানের অনেকেই আমাকে চেনে, আমিও চিনি। ওরা অনেকটা উন্নতি করেছে। তারা আমাদের সম্পর্কে জানে, আমরাও জানি। চেষ্টা করব, পরিকল্পনা অনুযায়ী খেলার। শত্রু তো শত্রুই, মাঠের মধ্যে আবার কিসের বন্ধুত্ব?”
এই ভুটানের জালে দুই বছর আগে গোল পেয়েছিলেন ঋতুপর্ণা। ২০ বছর বয়সী ফরোয়ার্ড এবার গোল করার চেয়ে করানোর দিকেই মনোযোগী। আনফা গ্রাউন্ডের টার্ফে দাঁড়িয়ে অবশ্য নিজের গোল না পাওয়া নিয়েও দুঃখ জানালেন, তার প্রকাশও অবশ্য হাসির ফোয়ারা ছুটিয়ে!
“আমি অ্যাসিস্ট করতে বেশি পছন্দ করি। (ভারত ম্যাচে ক্রসগুলো) কাজে লাগাতে পারছে, এজন্য খুবই ভালো লাগছে। মাঠের পরিস্থিতির ওপর নির্ভর করবে গোল পাব কি পাব না…সেটা কেউ বলতে পারবে না। তবে এটা কোনো ব্যাপার না। আমি চেষ্টা করি গোল করার; কিন্তু গোল আমার কপালে জোটে না (হাসি)।”
যদিও পরিসংখ্যানের পাতায় ভুটানের বিপক্ষে একচ্ছত্র আধিপত্য বাংলাদেশের। দক্ষিণ এশিয়ার মেয়েদের সর্বোচ্চ টুর্নামেন্টে দেশটির বিপক্ষে কখনও হারেনি দল। তবে চলতি আসরে মালদ্বীপকে ১৩-০ গোলে উড়িয়ে দেওয়া ভুটানকে হালকাভাবে নিতে চান না ঋতুপর্ণা।
“চাপ বলতে, এখানে প্রতিটা দলই ভালো। কাউকে ছোট করে নিচ্ছি না। কোচের পরিকল্পনা অনুযায়ী সেরা ফুটবল খেলতে চাই। ভুটান ম্যাচ কে খেলবে না খেলবে, জানি না। কোচ সবাইকে প্রস্তুত থাকতে বলছেন। আমরা প্রস্তুত। ইনশাল্লাহ আমরা ভালো করব।”
আরও পড়ুন
বাংলাদেশের বিপক্ষে এবার নতুন গল্প লেখার স্বপ্ন ভুটানের
'ভুটানের বিপক্ষে স্বাভাবিক খেলা খেলতে হবে'