স্প্যানিশ ফুটবল
নিজের আদর্শের সঙ্গে এমন কিছু যায় না বলেই এসব নিয়ে এখন ভাবতে চান না এই জার্মান কোচ।
Published : 11 Apr 2025, 08:11 PM
মাঠে সবকিছুই দুর্দান্ত হচ্ছে বার্সেলোনার। মৌসুমের মাঝামাঝিতে একটি শিরোপা ঘরে উঠেছে, আরও তিনটির উজ্জ্বল সম্ভাবনা জাগিয়ে তুলেছে তারা। দলের এই সুখময় যাত্রায় কোচ হান্সি ফ্লিকও দারুণ উচ্ছ্বসিত। তবে, নতুন চুক্তির প্রসঙ্গ উঠতেই নিজেকে যেন গুটিয়ে নিলেন তিনি। এমন নয় যে, ঠিকানা বদলের ভাবনা পেয়ে বসেছে তাকে। আসলে খুব দূরের ভবিষ্যৎ নিয়ে ভাবতে চান না তিনি।
এই জার্মানের কোচিংয়ে বার্সেলোনার পারফরম্যান্সে যেন সেই সোনালী সময় উঁকি দিচ্ছে। মেসি-শাভি-ইনিয়েস্তা, পরবর্তীতে যোগ হওয়া নেইমার-সুয়ারেসদের কাঁধে চড়ে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল কাতালান ক্লাবটি। প্রতিপক্ষকে প্রায়ই ছিন্নভিন্ন করে দিত তারা।
তারা দল ছেড়ে যাওয়ার পর, মাঝের পালাবদলের অধ্যায় শেষে, ফ্লিকের আক্রমণাত্মক কৌশলে আবার পুরোনো রূপে ফিরেছে দলটি। রাফিনিয়া-রবের্ত লেভানদোভস্কি-লামিনে ইয়ামালে গড়া আক্রমণত্রয়ী নিয়মিত সমর্থকদের দিচ্ছে গোল উৎসবের আনন্দ। রক্ষণ আর মাঝমাঠেও দারুণ ছন্দে আছে দলটি। দলের এমন দাপুটে রূপ বেশ উপভোগ করছেন ফ্লিক।
“এখানে যা কিছু হচ্ছে, সবকিছু সত্যিই দারুণ লাগছে, আমি খুব উপভোগ করছি… আমার ক্যারিয়ারে এটা অনন্য একটা অধ্যায়, কারণ লকার রুমে যে আবহ দেখতে পাচ্ছি তা চমৎকার। এটা একটা পরিবার… পাশাপাশি আমার ভালো সময় কাটছে এবং বার্সেলোনায় সবকিছু উপভোগ করছি।”
“আমার প্রাণশক্তি অনেক। দলের জন্য আরও কী করতে পারি, কী উন্নতি হতে পারে, আমি ভাবছি। কারণ, আমাদের উন্নতির এখনও অনেক জায়গা বাকি আছে।”
লা লিগার টেবিলে শীর্ষে আছে বার্সেলোনা এবং কোপা দেল রেতে উঠেছে ফাইনালে। আর চ্যাম্পিয়ন্স লিগে সেমি-ফাইনালের ওঠার পথে এগিয়ে গেছে তারা। দলের এমন নজরকাড়া উন্নতি যার হাত ধরে, সেই ফ্লিককে নিশ্চয় ক্লাব ধরে রাখতে চাইবে অনেক দিন। কিন্তু তার যে চুক্তির মেয়াদের বাকি আছে মাত্র আর এক মৌসুম।
বিষয়টি নিয়ে তাই নিয়মিত আলোচনাও হচ্ছে। লা লিগায় লেগানেসের বিপক্ষে ম্যাচের আগের দিন শুক্রবার সংবাদ সম্মেলনেও উঠল প্রসঙ্গটি। ফ্লিক জানালেন, এই বিষয়ে কিছুই ভাবছেন না তিনি।
“আমি এমন কোচ নই যে তিন বছরের চুক্তি করতে চাইব, কারণ তখন আমার মধ্যে এমন ভাবনা আসতে পারে, ‘আমার হয়তো উন্নতির সুযোগ আছে।’ আমি আসলে এই ক্লাবে দিন ধরে কাজ করতে পছন্দ করি।”
“এক বছর (আছে), দেখা যাক পরিস্থিতি কী দাঁড়ায়। এখনকার মতো এটাই অবস্থা। তখনও যদি আমরা সুখে থাকি, তখন দেখা যাবে কী হয়। এই মুহূর্তে আমরা জানি না, সামনে কী ঘটবে… এখানে আমি যা করছি, তা ইতিবাচকভাবে শেষ করতে চাই আমি।”
লা লিগায় আট রাউন্ড বাকি থাকতে, ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা, দ্বিতীয় স্থানের রেয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে।
পরের ম্যাচে শনিবার বাংলাদেশ সময় রাত একটায় লেগানেসের মাঠে খেলবে ফ্লিকের দল।