ব্যালন দ’র
রেয়ালের সাবেক ফরাসি স্ট্রাইকারের বিশ্বাস, একদিন ব্যালন দ’র অবশ্যই জিতবেন ভিনিসিউস জুনিয়র।
Published : 30 Oct 2024, 08:27 PM
ভিনিসিউস জুনিয়রই পাচ্ছেন এবারের ব্যালন দ’র, এমনটা ধরে নিয়েছিলেন অনেকেই। রেয়াল মাদ্রিদও সেটাই নিশ্চিত ধরে রেখেছিল। কিন্তু ব্রাজিলিয়ান তারকা পাচ্ছে না পুরস্কারটি, এমন খবর পাওয়ার পর ব্যালন দ’র অনুষ্ঠান বয়কট করে স্প্যানিশ ক্লাবটি। যা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। তবে, সাবেক ক্লাবের এমন সিদ্ধান্ত ঠিকই আছে বলে মনে করেন কারিম বেনজেমা।
গত মৌসুমে রেয়ালের চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জয়ে বড় অবদান রাখেন ভিনিসিউস। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে দলের ২-০ ব্যবধানের জয়ে একটিসহ আসরে তিনি করেন ৬ গোল। নির্বাচিত হন আসরের সেরা খেলোয়াড়।
২০২৩-২৪ মৌসুমে লা লিগায় তিনি করেন ১৫ গোল। এছাড়া স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে ৪-১ ব্যবধানে জয়ের ম্যাচে করেন হ্যাটট্রিক। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে করেন ২৪ গোল, অ্যাসিস্ট ১১টি।
ব্রাজিলের হয়ে কোপা আমেরিকায় প্যারাগুয়ের বিপক্ষে জোড়া গোল করেন ভিনিসিউস। কার্ডের খাড়ায় কোয়ার্টার-ফাইনাল খেলতে পারেননি তিনি। ওই ম্যাচে উরুগুয়ের বিপক্ষে টাইব্রেকারে হেরে বিদায় নেয় ব্রাজিল।
সব মিলিয়ে তাই সম্ভাবনায় সবচেয়ে এগিয়ে ছিলেন ভিনিসিউসই। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দিন সোমবার ভোটাভুটির ভিত্তিতে ব্যালন দ’রের ১২ জনের একটি তালিকা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানেও সবার ওপরে দেখা যায় রেয়াল তারকার নাম।
কিন্তু খানিক পরই ছড়িয়ে পড়ে বিস্ফোরক এক খবর। সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানায়, ব্যালন দ’র অনুষ্ঠানের জন্য প্যারিসে যাচ্ছেন না রেয়াল মাদ্রিদের কেউ। কারণ হিসেবে জানানো হয়, ইউরোপের সফলতম ক্লাবটি বুঝতে পেরেছে, ভিনিসিউস নয়, বর্ষসেরার পুরস্কারটি পাচ্ছেন রদ্রি।
শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়। রেয়ালের কেউ অংশ নেননি ব্যালন দ’র অনুষ্ঠানে। আর ভিনিসিউসকে পেছনে ফেলে ‘ফ্রান্স ফুটবল’- এর বর্ষসেরা ফুটবলারের মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন দ’র ২০২৪ জিতে নেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। যিনি সিটির প্রিমিয়ার লিগ ও স্পেনের চতুর্থ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
রেয়ালের অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্তের পক্ষে-বিপক্ষে মত আসছে অনেক। ক্লাবটির সাবেক ফরাসি ফরোয়ার্ড বেনজেমার মতে, যোগ্য হয়েও ভিনিসিউস ব্যালন দ’র না জেতায় রেয়ালের হতাশ হওয়া ন্যায়সঙ্গত।
“গত মৌসুমে রেয়াল মাদ্রিদ যখন ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হয়, তখন ভিনিসিউস প্রতিটি ম্যাচেই নির্ণায়ক ছিল। আমার মনে হয় না, তার চেয়ে বেশি অন্য কারো পুরস্কারটি প্রাপ্য।”
“এটা কিছুটা দুঃখজনক এবং ভিনিসিউসের জন্য আমার খারাপ লাগছে, যে ব্যালন দ’র পাওয়ার যোগ্য।”
২০২২ সালের ব্যালন দ’র জয়ী বেনজেমা মনে করেন, রদ্রির চেয়ে বেশি প্রতিভাবান তার সাবেক ক্লাব সতীর্থ ভিনিসিউস।
“আমি রদ্রির বিপক্ষে নই, সে ভালো খেলোয়াড়। কিন্তু আমি সোফায় বসে যখন টেলিভিশনে (খেলা) দেখি এবং তখন রদ্রি এমন কিছু করে না যাতে আমি উচ্ছ্বসিত হই, ভিনিসিয়াস একাধিকবার সেটা করে।”
রেয়াল ছেড়ে সৌদি প্রো লিগের ক্লাব আল ইত্তিহাদে পাড়ি জমানো বেনজেমার বিশ্বাস, একদিন ব্যালন দ’র জিতবেন ভিনিসিউস।
“গতকাল আমি ভিনিসিউসের সঙ্গে কথা বলছিলাম, ফুটবলে সে দারুণ শক্তিশালী এবং একদিন সে এটা (ব্যালন দ’র) পাবে। সে হতাশ ছিল। আর এটাই স্বাভাবিক। বিষয়টা আসলে বেশ কঠিন, যখন সবাই মনে করে আপনি ব্যালন দ’র জিততে যাচ্ছেন, কিন্তু শেষ পর্যন্ত একদিন আগে বা কয়েক ঘণ্টা আগে তারা জানায় যে আপনি এটা পাচ্ছেন না।”
“ভিনিসিউস ভালো মানুষ, সে পরিশ্রম করবে এবং একদিন ব্যালন দ’র জিতবে।”