ইংলিশ প্রিমিয়ার লিগ
তৃতীয় মিনিটে গোল হজমের ধাক্কা সামাল দিয়ে দারুণ জয় পেয়েছে পেপ গুয়ার্দিওলার দল।
Published : 26 Jan 2025, 01:31 AM
অভিষিক্ত ডিফেন্ডারের মারাত্মক ভুলে তৃতীয় মিনিটেই পিছিয়ে পড়ল ম্যানচেস্টার সিটি। ঘুরে দাঁড়িয়ে প্রথমার্ধেই সমতা ফেরাল পেপ গুয়ার্দিওলার দল। দ্বিতীয়ার্ধে চেলসির জালে আরও দুটি গোল করে ইংলিশ চ্যাম্পিয়নরা পেল দারুণ জয়।
ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রোমাঞ্চকর লড়াইয়ে ৩-১ গোলে জিতেছে সিটি।
ননি মাদুয়েকে শুরুতেই চেলসিকে এগিয়ে নেওয়ার পর সিটিকে সমতা ফেরান ইয়োশকো ভার্দিওল। আর্লিং হলান্ড দলকে এগিয়ে নেওয়ার পর তার পাস থেকেই ব্যবধান বাড়ান ফিল ফোডেন।
২৩ ম্যাচে ১২ জয় ও ৫ ড্রয়ে ৪১ পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছে সিটি। গোল পার্থক্যে পিছিয়ে পাঁচে নেমে গেছে নিউক্যাসল ইউনাইটেড।
পঞ্চম হারে ছয়ে নেমে গেছে হুট করে ছন্দ হারিয়ে ফেলা চেলসি। ২৩ ম্যাচের পয়েন্ট ৪০।
ঘরের মাঠে দ্বিতীয় মিনিটে এগিয়ে যেতে পারত সিটি। ফোডেনের ক্রস ধরে জোরাল শট নেন ওমার মার্মাউশ। কিন্তু এড়াতে পারেননি তৎপর রবের্ত সানচেসকে।
মার্মাউশের মতোই কদিন আগে সিটিতে যোগ দেওয়া আব্দুখোদির কুজানভ শুরুতেই করে বসেন মারাত্মক ভুল। তার দুর্বল ব্যাকপাস নিয়ন্ত্রণে নেন নিকোলাস জ্যাকসন। তার কাছ থেকে বল পেয়ে ফাঁকা জালে বল পাঠান মাদুয়েকে।
তৃতীয় মিনিটে চেলসি এগিয়ে যাওয়ার পর আক্রমণ-পাল্টা আক্রমণে দারুণ জমে ওঠে ম্যাচ।
পরের মিনিটে চেলসির কোল পালমারকে পাস দিয়ে বসেন কুজানভ। বল উদ্ধার করতে গিয়ে দেখেন হলুদ কার্ড। উজবেকিস্তানের ২০ বছর বয়সী ডিফেন্ডারের শুরুটা হয় দুঃস্বপ্নের মতো।
তবে থিতু হতে খুব বেশি সময় নেননি তিনি। নবম মিনিটে জ্যাডন স্যানচোর শট ঠেকিয়ে কুজনভই দ্বিগুণ হতে দেননি ব্যবধান।
পরের মিনিটে ফোডেনের গতিময় শট ফেরে পোস্টে লেগে!
২৫তম মিনিটে সমতা ফেরানোর দারুণ সুযোগ হাতছাড়া করেন ভার্দিওল। দূরের পোস্টে খুব কাছ থেকেও শট লক্ষ্যে রাখতে পারেননি ক্রোয়াট ডিফেন্ডার।
৩৪তম মিনিটে জালে বল পাঠিয়েছিলেন মার্মাউশ। তবে তিনিই অফসাইডে থাকায় গোল মেলেনি। ছয় মিনিটে গোলের আরেকটি দারুণ সুযোগ হাতছাড়া হয় ভার্দিওলের ব্যর্থতায়। পেনাল্টি স্পটের কাছাকাছি জায়গা থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি তিনি।
৪২তম মিনিটে ভার্দিওলই সমতা ফেরান ম্যাচে। ইলকাই গিনদোয়ানের থ্রু বল ধরে বুলেট গতির শট নেন মাথেউস নুনেস। কোনোমতে ফিরিয়ে দেন চেলসি গোলরক্ষক সানচেস। ছুটে গিয়ে ফিরতি বল ফাঁকা জালে পাঠান ভার্দিওল।
চলতি আসরে এটি তার পঞ্চম গোল, ডিফেন্ডারদের মধ্যে যা সর্বোচ্চ। সিটির হয়ে এখন পর্যন্ত ২৩ বছর বয়সী ভার্দিওলের চেয়ে বেশি গোল করেছেন কেবল আর্লিং হলান্ড ও ফোডেন।
একই তালে শুরু হওয়া দ্বিতীয়ার্ধে ৫১তম মিনিটে এগিয়ে যেতে পারত সিটি। হলান্ডের শট ঝাঁপিয়ে ঠেকান চেলসি গোলরক্ষক। পরের মিনিটে শট লক্ষ্যে রাখতে পারেননি সফরকারীদের স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেইয়া।
পরের কিছুটা সময় চেলসির রক্ষণে প্রবল চাপ তৈরি করে সিটি। সুযোগও আসে এগিয়ে যাওয়ার। ৬৬তম মিনিটে মার্মাউশ বাইরে মেরে দলকে হতাশ করেন। পরের মিনিটে জালের দেখা পান হলান্ড।
এদেরসনের উঁচু করে বাড়ানো বল ধরে ট্রেভোহ শ্যালোবাকে এড়িয়ে এগিয়ে যান হলান্ড। তাকে ঠেকানোর চেষ্টায় এগিয়ে আসেন সানচেস। কিছুই করতে পারেননি তিনি, উল্টো দলকে ফেলেন বিপদে। জাল ফাঁকা দেখে তড়িঘড়ি করে শট নেন হলান্ড, সেটি জড়ায় জালে।
প্রিমিয়ার লিগে ব্রাজিলিয়ান গোলরক্ষকের এটি পঞ্চম অ্যাসিস্ট। গোলরক্ষকের মধ্যে যা যৌথভাবে সর্বোচ্চ।
সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠা চেলসি ৮৭তম মিনিটে হজম করে আরেকটি গোল। প্রতি আক্রমণে মাঝ মাঠে বল পেয়ে দ্রুতগতিতে এগিয়ে ডি বক্সে ঢুকে ঠাণ্ডা মাথার শটে জাল খুঁজে নেন ফোডেন।
দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে নিজেদের খুঁজে ফেরা সিটি।
এদিনই ইপ্সউইচ টাউনকে হারিয়ে শীর্ষস্থান আরও সুসংহত করেছে লিভারপুল। ২২ ম্যাচে আর্না স্লটের দলের পয়েন্ট ৫৩।
২৩ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে আর্সেনাল। সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তিনে নটিংহ্যাম ফরেস্ট।