ইংলিশ ফুটবল
শাস্তির আশঙ্কার মাঝেই অবশ্য ক্লাবের সঙ্গে রেকর্ড মেয়াদের চুক্তি সেরে আস্থার প্রমাণ দিয়েছেন নরওয়ে তারকা।
Published : 23 Mar 2025, 01:14 PM
ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে প্রিমিয়ার লিগের আর্থিক নীতিমালা ভঙ্গের ১১৫টি অভিযোগ নিয়ে মামলার রায়ের সময় যত এগিয়ে আসছে, ততই বাড়ছে শাস্তির শঙ্কা। তবে দলটির তারকা ফরোয়ার্ড আর্লিং হলান্ড সেসব নিয়ে ‘চিন্তায় কাবু নন।’ বললেন, সবকিছু জেনেশুনেই তিনি ক্লাবের সঙ্গে রেকর্ড মেয়াদের চুক্তি করেছেন।
কয়েক বছরের তদন্ত শেষে গত সেপ্টেম্বরে শুনানি শুরু হয়ে শেষ হয় ডিসেম্বরে। চলতি মাসের শেষের আগেই এর রায় ঘোষণা হতে পারে। ম্যানচেস্টারের ক্লাবটিকে বিশাল অঙ্কের জরিমানা করা অথবা তাদের লিগের পয়েন্ট কেটে নেওয়া হতে পারে।
বড় ধরনে এমন শাস্তির শঙ্কার মাঝেই গত জানুয়ারিতে সিটির সঙ্গে সাড়ে ৯ বছরের নতুন চুক্তি করেন হলান্ড। বড় কোনো ক্লাবের সঙ্গে কোনো খেলোয়াড়ের এত দীর্ঘমেয়াদী চুক্তি কখনও হয়নি। তবে এসব নিয়ে তেমন ভাবছেন না বলে বিশ্বকাপ বাছাইয়ে মলডোভার বিপক্ষে ম্যাচের আগে জানান বর্তমানে জাতীয় দলের সঙ্গে থাকা নরওয়ের তারকা।
“সাড়ে ৯ বছরের চুক্তি করার সময় আমি ওসব নিয়ে ভাবিনি। চুক্তি করার সময়ই আমি তিনশতবার এটা বলেছিলাম। ক্লাবের সঙ্গে কথা বলেছিলাম, ভালো অনুভূতি হয়েছিল এবং তারপর রাজি হয়ে যাই। এটাই।”
প্রথম দুই মৌসুমে ক্লাবের পাশাপাশি প্রিমিয়ার লিগেও সর্বোচ্চ গোল করা হলান্ড চলতি মৌসুমে অবশ্য অতটা ধারাবাহিক নন। তার দলও ভুগছে চরমভাবে। চ্যাম্পিয়ন্স লিগ ও লিগ কাপ থেকে আগেই ছিটকে পড়া দলটির প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার সম্ভাবনাও শেষ হয়ে গেছে অনেক আগে।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে সিটির জার্সিতে ২৯ গোল করা হলান্ড অবশ্য দলের এই পথ হারানোকে স্বাভাবিকভাবেই দেখছেন।
“কখনও কখনও এমনটা হয়। (সিটির যোগ দেওয়ার পর প্রথম দুই মৌসুমে) দুই বছরেই প্রিমিয়ার লিগ জয়ের পর এবার শিরোপা লড়াইয়েই না থাকাটা পুরোপুরি আলাদা অনুভূতির। তবে প্রতি বছর তো চ্যাম্পিয়ন হওয়া সম্ভব নয়।”
“এখন আমাদের (মূল লক্ষ্য) আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়া এবং এফএ কাপ জয়ের জন্য যা কিছু সম্ভব করার।”
প্রিমিয়ার লিগ টেবিলের পঞ্চম স্থানে থাকা দলটি এফএ কাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে তারা খেলবে বোর্নমাউথের বিপক্ষে।
মলডোভার জালে শনিবারের ম্যাচে নরওয়ের দ্বিতীয় গোলটি করেন হলান্ড। ওই জয়ে ‘আই’ গ্রুপের শীর্ষে আছে নরওয়ে। দ্বিতীয় ম্যাচে আগামী মঙ্গলবার ইসরায়েলের মুখোমুখি হবে তারা।